দুটো মজার জোকস
১) একটি বাচ্চা ছেলে রাত্রি বেলা ভগবানকে বলল….
"ভগবান, আমার সব বন্ধুদের সাইকেল আছে, কিন্তু আমার সাইকেল নেই…!!
তুমি আমাকে একটা সাইকেল দিয়ে দাও plz, এই বলে সে শুয়ে পড়লো…!!
পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাচ্চাটি সাইকেল দেখতে পেলনা…!!
প্রচন্ড রেগে গিয়ে সে গনেশ ঠাকুরের ছোটো মুর্তিটা তুলে নিয়ে শিবঠাকুর কে বলল "ভালো মুখে অনেক বলেছি, কিন্তু আর না...!! যদি ছেলেকে ফেরত চাও, তাহলে বিকাল ৪ টের সময় সাইকেল নিয়ে পুরোনো মন্দিরের পিছনে চলে এসো…!! "
এবার আসছে বল্টু...
২) বল্টু হাওড়ার এক চায়ের স্টলে চা খেতে গেছেন।
বল্টু তার সাইকেলটি বাহিরে রেখে চা খাচ্ছিলেন।
দোকানের মালিক আবার সাইকেল চোরাচক্রের সাথে যুক্ত।
দোকানদার সাইকেলটি সরিয়ে ফেললেন।
চা পান শেষে সাইকেলের মালিক বল্টু বেজায় রেগে গেলেন।
বল্টু দোকানের মালিককে শাসালেন - "অবিলম্বে আমার সাইকেল ফেরত দেয়ার ব্যবস্থা কর, নইলে পার্কস্ট্রিটে যা করেছিলাম এখানেও তা-ই করব।"
তার তর্জন-গর্জনে ভীতু হয়ে দোকানদার চোরদের কাছ থেকে সাইকেলটি নিয়ে তাকে ফেরত দিলেন।
উপস্থিত উত্সুক জনতা জানতে চাইল পার্কস্ট্রিটে তিনি সাইকেল হারিয়ে কী করেছিলেন?
বল্টু গম্ভীর হয়ে জবাব দিলেন- " কী আর করব? সাইকেল না পেয়ে হেটেই বাড়িতে গিয়েছিলাম।"
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন