শুনেছি ভালোবাসা নাকি হাসতে শেখায়,
তবে তোমার ভালোবাসা তো আমাকে কাঁদতে শিখাল?
শুনেছি ভালোবাসা নাকি অর্জন করতে শেখায়,
তাহলে তোমার ভালোবাসা আমাকে জীবন থেকে চাওয়া পাওয়া গুলো কে হারাতে শেখাল কেন ???
শুনেছি ভালোবাসা নাকি নতুন করে স্বপ্ন দেখতে শেখায় ,
তাহলে তোমার ভালোবাসা আমার স্বপ্ন গুলোকে দুমড়ে মুচড়ে দিলো কেন ?
শুনেছি ভালোবাসা নাকি বাঁচতে শেখায়,
তবে এ কেমন ভালোবাসা তোমার,
আমাকে তিল তিল করে মৃত্যুর স্বাদ পাইয়ে দিচ্ছে ???
তুমি কি বলতে পারো এ কেমন ভালোবাসা তোমার ???
সত্যিই ভালোবাসার হাজারো রঙে তুমি দেখিয়েছিলে কিছু স্বপ্ন,
যা আজ শুধু এ ভাঙ্গা মনে অপ্রকাশিত এক যন্ত্রণা ছাড়া আর কিছু নয়।
আজকের লেখাটা এই পর্যন্তই।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন