এবার চুপ...
মাথা ঠান্ডা করুন।
আর মন দিয়ে, মজার এই ছোট্ট গল্পটি পড়ুন।
আমি জানি খুব ভালো লাগবে, তবে যদি বুঝতে না পারেন তালে আমার কিছু করার নেই।
এবার শুরু...
বাসর রাতে স্বামীর সাথে তার স্ত্রীর কথোপকথোন।
স্বামী : এই, বিয়ের আগে তোমার কটা বয়ফ্রেন্ড ছিল?
স্ত্রীঃ কোন কথা না বলে সেখান থেকে উঠে গিয়ে কাগজের একটা খাম নিয়ে এসে স্বামীর হাতে ধরিয়ে দিল। খামের মধ্যে ছিল কিছু চাল আর ৩০
টাকা।
স্বামী : এটা কি ?
স্ত্রী : না মানে, আমি যখন কারো প্রেমে পড়তাম তখন একটা করে চাল রেখে দিতাম হিসাব রাখার জন্য। ঐ খামের ভিতরেই সব আছে।
স্বামী খাম খুলে চাল গোনা শুরু করল...
১
২
৩
৪
৫
৬
৭ টা।
স্বামী : ও তার মানে ৭টা বয়ফ্রেন্ড ছিল? আজকালকার যুগে এটা কোন ব্যাপারই না। আচ্ছা আর এই ২৫ টাকা কিসের?
।
।
।
।
।
।
স্ত্রী : না মানে, কিছুদিন হল ১ কেজি চাল বিক্রি করছি।
Hihihi darun golpo
উত্তরমুছুন