ভালো মানুষ হন


যারা রোমান্টিক গল্প পড়তে চান,
তারা এই গল্পটি (ফালতু) পড়া থেকে বিরত থাকুন।
এক যুবক নতুন বিয়ে করল।
বিয়ের পর প্রথম দিনই স্বামী স্ত্রী যখন খেতে বসল, এমন সময় এক ভিক্ষুক হাজির হল।
ভিক্ষুক টি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল।
স্বামী খুব রাগান্বিত হলো এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল।
অসহায় ভিক্ষুক চলে গেল!!!
কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হল।
এক পর্যায়ে তাদের সংসার ভেঙ্গে গেল।
স্বামী স্ত্রী কে তালাক দিয়ে দিল।
স্ত্রী বাপের বাড়ি চলে গেল।
কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল ।
নতুন স্বামীর সাথে শুরু হল তার জীবন!
মেয়েটির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল।
একদিন স্বামী স্ত্রী খেতে বসল।
ইতিমধ্যে একজন ভিক্ষুক আসল।
স্বামী স্ত্রী কে বলল" ভিক্ষুক কে ভিক্ষা দিয়ে আসো, আমরা এখন না হয় পরে পাবো কিন্তু সে পাবে কোথায়?
যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল!!!
কারণ, তার সেই প্রথম স্বামীই আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে!!!
মেয়েটি চোখের জল ধরে রাখতে পারল না।
মেয়েটি তার দ্বিতীয় স্বামী কে বলল, আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শুনাব।
তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল!!
তখন দ্বিতীয় স্বামী চোখের জল ছেড়ে দিয়ে বলল, আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য ঘটনা শুনাব।
তুমি হয়ত শুনে অবাক হবে যে, ঐ দিন তোমরা যে অসহায় ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিলে,
সেই অসহায় লোকটি আমি, যিনি আজ তোমার সম্পদশালী স্বামী!!!
শিক্ষাঃ
ঈশ্বর চাইলে মুহূর্তের মধ্যেই গরীব কে ধনী
আর
ধনী কে ভিখারি বানিয়ে দিতে পারেন ৷
তাই বাড়ি-গাড়ি, টাকা-পয়সা নিয়ে কখনো অহংকার করা ঠিক নয়৷
আমার কাছে এইসব ফালতু গল্প ভালো লাগেনা।
তবুও পোস্ট করলাম, কারন, সবার পছন্দ তো সমান নয়।

1 comments: