বল্টুর মাছ কেনা


বল্টুঃ এই যে ভাই, এই মাছটার দাম কত?
- একদাম ২০০ টাকা।
বল্টুঃ কি বলেন ভাই! এত ভালো মাছ মাত্র ২০০ টাকা!
- একদম কেনা দামে ছেড়ে দিচ্ছি।
বল্টুঃ আচ্ছা ভাই ২২০ টাকা দেবো দিয়ে দেন।
- আপনি ভালো মাছের কদর বোঝেন আচ্ছা নিয়ে যান।
বল্টুঃ না ভাই এত কম দামে কিনে মাছটাকে ইনসাল্ট করতে চাইনা আচ্ছা ২৫০ টাকা নেন।
- আচ্ছা নিয়ে যান ভাই।
বল্টুঃ ধুর, আপনি একটা আবাল এই মাছ ২৫০ টাকা নেন, ৩০০ টাকা দিই।
- আচ্ছা কেটে দিতে হবে?
বল্টুঃ রাখেন কাটাকাটি আমি মাছটার প্রেমে পড়ে গেছি, নেন ৩৫০ টাকা।
- ভাই নিয়ে যান আমার আরও কাস্টমার আছে।
বল্টুঃ ফাজলামো মারছেন ভাই, এত ভালো মাছ আমি ৪০০ টাকার কমে কিনবোই না।
- আচ্ছা নিলে নেন ভাই।
বল্টুঃ আচ্ছা আরেকটু বাড়িয়ে ৫০০ টাকা দিলে কেমন হয়?
- ভাই আমি মাছ বেচবো না আপনি যান।
বল্টুঃ না মাছটা আমি কিনবোই আচ্ছা আরেকটু বাড়িয়ে ৬০০ টাকা দিলাম।
- ভাই কাস্টমারের ভীড় লেগে গেছে নিয়ে যান মাছ।
বল্টুঃ আপনাদের কারনে মাছ গুলোর দাম কমে যাচ্ছে আচ্ছা আরেকটু বাড়িয়ে দিচ্ছি যান ৬৫০।
- ভাই ১০০ টাকায় নিয়ে যান কান ধরলাম ভাই প্লিজ।
বল্টুঃ এইতো ভাই লাইনে এলেন দেন প্যাক করে দেন।
অতঃপর ১০০ টাকে দিয়ে মাছ বিক্রেতার মাথায় বাড়ি মেরে বাঁশ প্রদান পুর্বক মাছটা কিনে খুশি মনে বল্টুর বাড়ি ফেরা।
আজ এখানেই শেষ, ভালো থাকবেন, খুশি থাকবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন