মেয়েদের বলি, খুব সহজেই একটা ছেলেকে কাঁদাতে চান?
ছেলেদের কাঁদানো এত সহজ না।
একটা ছেলে রাস্তায় মার খেয়ে পড়ে থাকলেও কাঁদে না।
তাকে তার বাবা মা খুব করে বকলেও কাঁদে না। বরং শান্তি পায়।
তাকে তার বাবা মা খুব করে বকলেও কাঁদে না। বরং শান্তি পায়।
তার উপর তার দিদি বা দাদা রাগ করলেও সে কাঁদে না।
এতে সে সুখ খুঁজে পায়।
তাকে ক্লাসে টিচার হাজারটা বেতের মার দিলেও সে কাঁদে না। এটা বাস্তব।
তাকে তার প্রিয়জন রাগ করে থাপ্পড় দিলেও কাঁদে না।
সে তাতে ভালবাসা খুঁজে নেয়।
ছেলেরা বলতে গেলে কাঁদেই না। কাঁদানো এত সহজ না।
কাঁদানোর একটা সহজ উপায় হলো তাকে অবহেলা করুন।
তার উপর থেকে গুরুত্ব তুলে নিন।
তার ইমোশনাল কথাগুলো হেসে উড়িয়ে দিন।
তার ভালবাসাকে মজা হিসাবে নিন।
সেদিনই ছেলেটা কাঁদবে, তবে রাতে বা সবার আড়ালে, কেউ জানবে না।
এটুকু করে আপনি তাকে একরাতে যতটা কাঁদাতে পারবেন আপনি সারা জীবনেও ততোটা কাঁদতে পারবেন না।
হাস্যকর হলেও কথাগুলো মিথ্যে নয়।
Nice
উত্তরমুছুনthik re vi
উত্তরমুছুনnice
উত্তরমুছুন