ফেসবুকের প্রেমের গল্প


একটি ছেলে ও একটি মেয়ে, ফেসবুকে তাদের পরিচয়।
ধীরে ধীরে সেই পরিচয় থেকে তারা দু'জন দুজনার প্রেমে পডে যায়।
হঠাত একদিন ছেলেটি মেয়েটিকে বলল যে তারা দেখা করবে।
তারপর তারা দিন ও তারিখ ঠিক করল।
তখন ছেলেটি মেয়েটিকে বলল সে তাকে কিভাবে চিনবে.…?
উত্তরে মেয়েটি ছেলেটিকে বলল, সে সাদা ড্রেস পরে যাবে।
হাতে থাকবে লাল গোলাপ।
ছেলেটি বলল, ঠিক আছে।
কথা মত ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে পার্কে গেল।
অনেক খোজার পর ছেলেটা দেখল, পার্কের এক কোনে একটা বয়স্ক মহিলা সাদা ড্রেস পরে আর হাতে লাল গোলাপ নিয়ে বসে আছে।
ছেলেটা কিছু চিন্তা না করে সোজা সেই বয়স্ক মহিলাকে বলল..……
I Love You.....
তারপর বয়স্ক মহিলা ছেলেটিকে বলল,''তুমি যাকে খুজছো সে তো ঐ গাছের আড়ালে''।
মেয়েটি আড়াল থেকে বেরিয়ে এসে বলল, আমি যদি ঠিক এই বয়স্ক মহিলার মত হতাম, তাহলে কি তুমি আমায় ভালবাসতে…?
তখন ছেলেটি মেয়েটিকে বলল, আমি তোমাকে ভালবাসি", তোমার শরীরকে নয়, তোমার রুপকে নয়, আমি তোমার মনটা চাই, আমি শুধু তোমাকে চাই"।
তখন মেয়েটি অস্রুশিত্ত চোখে বলল, "I Love You."
ছেলেটিও বলল, "I Love You Too Sona".

2 comments:

  1. অনেক ভালো লাগলো প্রত্যেকের ভালোবাসা এমনই হওয়া চাই নিঃস্বার্থ ভালোবাসা উচিত ভালবাসায় কোন স্বার্থ থাকেনা

    উত্তরমুছুন
  2. অনেক ভালো লাগলো প্রত্যেকের ভালোবাসা এমনই হওয়া চাই নিঃস্বার্থ ভালোবাসা উচিত ভালবাসায় কোন স্বার্থ থাকেনা

    উত্তরমুছুন