বন্ধুদের মধ্যে মজার একটা ঘটনা


চার বন্ধু হোটেলে বসে মদ খাচ্ছে৷
হঠাত্ টেবিলে রাখা মোবাইলটা বেজে উঠল৷
বল্টু : হ্যালো ৷
ওপাশ থেকে একটা মেয়ে...
মেয়ে : জানু আমি মার্কেটে এসেছি৷ আমি ৫০,০০০ টাকার ১টা গোল্ড সেট নিই?
বল্টু : হ্যাঁ জানু নাও৷ কোন সমস্যা নেই।
মেয়ে : সিল্কের একটা শাড়ী দেখলাম মাত্র ৫০০০ টাকা৷
বল্টু : একটা না দু-তিনটে টে নাও৷ সাথে অন্য আরও থ্রীপিস দেখ সেসবও দু-চারটা নাও!!
মেয়ে : শোনা তোমার এটিএম কার্ড আমার কাছে ৷ ঐখান থেকেই খরচ করছি কিন্তু ?
বল্টু : সে আবার বলতে হয়৷ তোমার আর আমারতো একই কথা৷ যা ইচ্ছে করে নিয়ে নাও, কোন সমস্যা নেই। বলে ফোন রেখে দিল।
বন্ধুরা : কিরে শালা মাল খেয়ে টাল গেছিস, নাকি আমাদের সামনে বড়লোকি দেখাচ্ছিস?
বল্টু : আরে দুর! আগে দ্যাখ এই মোবাইলটা কার! আমারটা তো পকেটে।
আশা করি খারাপ লাগেনি আপনাদের।
তবে আর একটা ছোট জোকস আপনাদের সাথে শেয়ার করব।
পড়ুন এবার দ্বিতীয় জোকস...
মেয়েঃ তুমি আমায় কতটা ভালবাসো?
ছেলেঃ সীমাহীণ।
মেয়েঃ তাহলে তাজমহল বানাচ্ছ না কেন?
ছেলেঃ জমি কেনা হয়ে গেছে, তোমার মরার অপেক্ষায় আছি।
মেয়েঃ কি!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন