মেয়েরা কিন্তু আমার উপর রাগ করবেনা।
এটা জাস্ট একটা মজার কবিতা ছাড়া আর কিছু নয়।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,
Girl Friend আমাদের বাঁশ দিতেই থাকে।
Girl Friend আমাদের বাঁশ দিতেই থাকে।
.
মেঘের কোলে রোদ হেসেছে বাদল গ্যাছে টুটী,
স্বার্থ হাসিল হয়ে গেলেই GF যায় ফুটি।
.
আমি হব সকাল বেলার পাখি।
GF তো জ্বালিয়ে খেল, দুঃখ কোথায় রাখি।
GF তো জ্বালিয়ে খেল, দুঃখ কোথায় রাখি।
.
আয় ছেলেরা আয়, মেয়েরা ফুল তুলতে যাই।
GF বলে -তোমাকে নয়, ফুলকেও নয়, টাকা পয়সা চাই।
.
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই।
মাস শেষ হলেই GF বলে ইন্টারনেট বিল কই?
.
কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও।
GF এর দাবি প্রতিদিন আমায় শপিঙে নিয়ে যাও।
GF এর দাবি প্রতিদিন আমায় শপিঙে নিয়ে যাও।
.
প্রেম করিয়া এই ভুবনে কেমনে মোরা চলি।
GF এর হাতে শপিং ব্যাগ আর মোদের পকেট খালি।
.
আমি বড়গলায় বলি -তোমার জন্য সাত সমুদ্র দেব আমি পাড়ি।
GF মনে মনে বলে, বৌ হয়ে কোনদিনও যাবনা তোর বাড়ি।
GF মনে মনে বলে, বৌ হয়ে কোনদিনও যাবনা তোর বাড়ি।
কবিতাটির লেখক কেহ?
উত্তরমুছুনHi
উত্তরমুছুন