ফেসবুক কে ভবিষ্যতে পড়াশোনার একটি বিষয় হিসেবে যদি পাঠ্যক্রমে যুক্ত করা হয়,
তবে ফেসবুক বিষয়ের ওপর পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে তার নমুনা নিচে দেওয়া হলো...
Final examination 2015
Kolkata Girls High School
বিষয় : ফেসবুক বিজ্ঞান
পূর্ণমান: ১০০
সময়: ৩ ঘণ্টা
বিশেষ দ্রষ্টব্য: খাতার ওপরে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টের ঠিকানা এবং ব্যবহূত ই-মেইল ঠিকানা অবশ্যই লিখতে হবে। না লিখলে সেই খাতা বাতিল বলে গণ্য হবে।
১) শব্দার্থ লেখো (যেকোনো ৫টি) (১x৫=৫)
Tag, Poke, Notification, Group, Subscriber, Privacy, Password
২) পূর্ণরূপ লেখো (যেকোনো ৫টি) (১x৫=৫)
LOL, OMG, ASL, HRU, ROFL, LOMAO, BDW
LOL, OMG, ASL, HRU, ROFL, LOMAO, BDW
৩) রচনামূলক প্রশ্ন (যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও) (৪x১০=৪০)
ক) একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করো।
খ) টাইমলাইন কী? ফেসবুক টাইমলাইনের প্রয়োজনীয়তা বর্ণনা করো।
গ) সংক্ষেপে ফেসবুক তৈরির ইতিহাস লেখো।
ঘ) সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুকের ভূমিকা বর্ণনা করো।
ঙ) ফেসবুক ও গুগল প্লাসের মধ্যে পাঁচটি পার্থক্য লেখো।
চ) টীকা লেখো : ১) ফার্মভিল ২) মার্ক জুকারবার্গ
খ) টাইমলাইন কী? ফেসবুক টাইমলাইনের প্রয়োজনীয়তা বর্ণনা করো।
গ) সংক্ষেপে ফেসবুক তৈরির ইতিহাস লেখো।
ঘ) সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুকের ভূমিকা বর্ণনা করো।
ঙ) ফেসবুক ও গুগল প্লাসের মধ্যে পাঁচটি পার্থক্য লেখো।
চ) টীকা লেখো : ১) ফার্মভিল ২) মার্ক জুকারবার্গ
৪) ভাবসম্প্রসারণ করো: (১x১০=১০)
কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
ফেসবুক বিনা সুখ লাভ হয় কি মহীতে
অথবা
ফেসবুক এক ভয়ানক ব্যাধি
ফেসবুক বিনা সুখ লাভ হয় কি মহীতে
অথবা
ফেসবুক এক ভয়ানক ব্যাধি
৫) কথোপকথন তৈরি করো: (১x১০=১০)
টিংকু ও টুকায়ের ফেসবুকে নতুন বন্ধুত্ব হয়েছে। ফেসবুক চ্যাটে দুজনের মধ্যে আজ প্রথম কথা হলো।
তাদের ফেসবুক চ্যাটে কথোপকথনের কিছু অংশ নিজের ভাষায় লেখো ।
তাদের ফেসবুক চ্যাটে কথোপকথনের কিছু অংশ নিজের ভাষায় লেখো ।
৬) পত্র লেখো: (১x১০=১০)
ধরো, তোমার ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে গেছে। ফেসবুকে তুমি ঢুকতে পারছ না। অথচ ফেসবুক ছাড়া একটি দিনও কাটানো সম্ভব না।
তাই ফেসবুকে ঢুকতে ইন্টারনেট চালু করার জন্য টাকা চেয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখো।
অথবা
ফেসবুক আছে কিন্তু ফেসবুক রাখার কোনো ফেসবুক লাইব্রেরি নেই। এ জন্য ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।
তাই যত তাড়াতাড়ি সম্ভব একটি ফেসবুক লাইব্রেরি স্থাপনের জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র লেখো।
তাই ফেসবুকে ঢুকতে ইন্টারনেট চালু করার জন্য টাকা চেয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখো।
অথবা
ফেসবুক আছে কিন্তু ফেসবুক রাখার কোনো ফেসবুক লাইব্রেরি নেই। এ জন্য ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।
তাই যত তাড়াতাড়ি সম্ভব একটি ফেসবুক লাইব্রেরি স্থাপনের জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র লেখো।
৭) যেকোনো একটি বিষয়ে রচনা লেখো: (১x২০=২০)
ক) ফেসবুক আশীর্বাদ না অভিশাপ
খ) ফেসবুক গ্রুপ এবং এর প্রয়োজনীয়তা
গ) একটি ফেসবুক পেজের আত্মকাহিনি
ঘ) ফেসবুক প্রেম
ঙ) ফেসবুক হ্যাকিং—সমস্যা ও প্রতিকার
খ) ফেসবুক গ্রুপ এবং এর প্রয়োজনীয়তা
গ) একটি ফেসবুক পেজের আত্মকাহিনি
ঘ) ফেসবুক প্রেম
ঙ) ফেসবুক হ্যাকিং—সমস্যা ও প্রতিকার
লিখেছেন...............
পিউ চৌধুরি
(আমার ফেসবুকের বন্ধু)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন