কিছুদিন কোন পোস্ট লেখা হয়নি।
সময় পাচ্ছিলাম না, আজ একটু সময় পেয়ে গেলাম।
আপনারা কেন যে আমাদের সাইটে লেখেন না, সেটাই বুঝতে পারি না!
আমাদের এই সাইটে যে কেউ রেজিস্টার করে, তার নিজের পোস্ট লিখতে পারেন।
এবার আজকের মজার গল্পটি শুরু করা যাক।
বাবা: খোকা, তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে না মাকে?
খোকা: দুজনকেই।
বাবা: উহু। যেকোনো একজনের কথা বলতে হবে।
খোকা: না। আমি দুজনকেই ভালোবাসি।
বাবা: আচ্ছা ধরো, তোমার মা গেল প্যারিসে, আর আমি অ্যামেরিকাতে। তুমি কার সঙ্গে যাবে?
খোকা: মায়ের সঙ্গে।
বাবা: তার মানে তুমি মাকে বেশি ভালোবাসো?
খোকা: মোটেও না। প্যারিস অ্যামেরিকার চেয়ে অনেক বেশি সুন্দর। তাই মায়ের সাথে যাব।
বাবা: ঠিক আছে। তাহলে ধরো, আমি গেলাম প্যারিসে আর তোমার মা গেল অ্যামেরিকাতে। তখন তুমি কার সাথে যাবে?
খোকা: কিন্তু তাহলেও আমি অ্যামেরিকাতে যাব।
বাবা: কেন? এবার প্যারিসে যাবে না কেন?
খোকা: প্যারিস তো একবার মায়ের সঙ্গে ঘুরলাম, একই যায়গাতে আবার তোমার সঙ্গে যাব কেন!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন