একটি বাচ্চা ছেলের ভালোবাসা ও অনুভুতি


মনে রাখবেন,
ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার ভিতরকার জিনিস নয়।
.
.
একটা ছয় বছরের বাচ্চা ছেলে।
তার বন্ধু সুনামিতে মারা গিয়েছে।
সে প্রিতিদিন সমুদ্রের কিনারায় যায়, ঢেউ আসে, তার পা ভিজিয়ে চলে যায়।
ছেলেটি কান্না করে আর বলে,,,,
তুমি যতই  পা ছোও..., আমি তোমাকে কোনদিন ক্ষমা করব না।
.
.
.
এটা শুধুমাত্র একটা বাচ্চা ছেলের তার বন্ধুর প্রতি ভালোবাসার গল্প।
লেখাটা একদম ছোট, তবুও আশা করি আপনাদের ভাল লেগেছে।
পড়ার জন্য ধন্যবাদ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন