জেনেনিন মেয়েরা কেমন ছেলেদেরকে পছন্দ করে


অনেক দিন পর আজ আবার এই সাইটটির কথা আমার মনে পড়লো।
মনে পড়ার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য নতুন কিছু লেখার কথা ভাবতে লেগেছিলাম,
তেমন কিছু ভালো গল্প মনে না পড়ায় আজ একটু অন্য ধরণের কথা আলোচনা করতে আসলাম।
তবে একটা কথা,
এই কথা গুলো মটেও আমার না!
এগুলো বড় বড় বিজ্ঞানিরা পরিক্ষা ও সমীক্ষা করে জেনেছেন।
তাহলে এবার আমরা মুল কথায় চলে আশি...
  • বিজ্ঞানিরা বলছেন, হাসিখুশি ছেলেদের বা পুরুষদের প্রতি মেয়েরা যৌন আকর্ষণ অনুভব করে না, বরং গোমড়া মুখের ছেলে বন্ধুর প্রতি তারা বেশি আকৃষ্ট হয়।
  • আপনার যদি খোঁচা খোঁচা দাড়ি থাকে তাহলে কেটে ফেলার কোন প্রয়োজন নেই। বিজ্ঞানিরা বলছেন, পরিপাটী করে দাড়ি কামান মুখের থেকে খোঁচা খোঁচা দাড়ি মেয়েদেরকে বেশি উত্তেজিত করতে সাহায্য করে।
  • আপনার যদি তেমন কোন বয়স্কা মহিলা প্রেমিকা থাকে যে আপনার থেকে বয়সে বড় তাহলে নিঃসন্দেহে এগিয়ে যান, আপনি ও সেই মহিলা দুজনেই চরম আনন্দ উপভোগ করতে পারবেন।
  • আপনার যদি মোটা পেট থাকে, আর আপনি যদি ভাবেন যে আপনি আপনার প্রিয় মনের মানুষকে যথেষ্ট শারীরিক সুখ দিতে পারবেন না! তাহলে আপনি একদম ভুল ভাবছেন। বিজ্ঞানিদের মতে আপনিই সবথেকে বেশি যৌন সুখ দিতে পারবেন আপনার স্ত্রিকে।
  • ঘেমে থাকা পুরুষদের দেখে মহিলা বা মেয়েদের বেশিরভাগ সময়ে প্রবল যৌন ইচ্ছা হয়ে থাকে। এটা বিজ্ঞানিদের সমিক্ষায় জানা গিয়েছে।
মাঝখানে বলে রাখি, আমার দেওয়া এই লেখার সিরনামের সাথে লেখাটির তেমন মিল নাও পেতে পারেন, সেইজন্য আমি দুঃখিত।
  • আপনার যদি তেমন কোন মেয়ে বন্ধু থাকে, তাহলে তাকে আপনার নাকের স্পর্শ বেশি করে দিন। কারন বিজ্ঞানিরা এমনটাই বলছেন যে, পুরুষের নাকের স্পর্শে মেয়েদের যৌন চেতনা জেগে ওঠে।
  • একটি অসাধারণ ব্যাপার, বিজ্ঞানিরা বলছেন মোজা পরে সঙ্গম করলে চরম সুখ পেতে পারেন। তবে উৎকট টাইপের মোজা পরে নামবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে।
  • আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার স্বামি - স্ত্রি মিলে রোদ পোহাতে পারেন। এতে দুজনেরই যৌন ইচ্ছা বৃদ্ধি হতে সাহায্য করবে।
  • এবার শেষ, আর কিছু বলবনা। একটা দারুন কথা জানিয়ে আজকের মত এখানেই শেষ করব। বিজ্ঞানিরা জানাচ্ছেন যে, মাথা ধরার সবথেকে ভাল ওষুধ হল রতিসুখ অর্থাৎ সেক্স।
আজ এই পর্যন্তই।
ভাল লাগলে জানাবেন, আর
খারাপ লাগলেও জানাতে ভুলবেন না।

1 comments: