আমি তোমায় আমার হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসতে চাই।
কতটা জানতে চাও ??
যতটা ভালোবাসলে আমার সব স্বপ্নগুলো তোমার হয়ে যাবে, আমার সব অনুভূতিগুলো মূহুর্তে তোমার মনকে জানিয়ে দেবে, আমার প্রতিটি অশ্রুকণা তোমার চোখে ঝরে পড়বে।
আবার আমি তোমার ঠিক ততটাই কাছে আসতে চাই।
যতটা কাছে আসলে, আমার চোখে তোমার ছবি দেখতে পাবে, বুঝতে পারবে এ দু’টি চোখের ভাষা, আর ততটাই আমার হৃদয়কে তোমার হৃদয়ে মিশিয়ে দিতে চাই,
যতটা মিশালে, শুনতে পাবে তোমার জন্য আমার হৃদয়ের উন্মত্ত স্পন্দন।
আমি শুধু তোমাকে জানিয়ে দিতে চাই যে, এ হৃদয়ের প্রতিটি অনুভূতিতে শুধু তোমার অস্তিত্ব মিশে আছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন