প্রেম করা যদি পড়ালেখা করার মত বাধ্যতামূলক হতো।
তাহলে কি হতো?
তাহলে কি হতো?
তার কিছু বর্ণনা নিচে দেওয়া হল...
মায়ের ডায়লগঃ আজকে সারাদিন একটা মেয়েও পটাসনি! আজ আসুক তোর বাবা !
বাবার ডায়লগঃ হারামজাদা, তোকে খাইয়ে-পরিয়ে কি লাভ? দশটা মেয়ের মধ্যে সাতটার কাছ থেকে ছেঁকা খেয়ে বাড়ি ফিরেছো!
স্কুলের টিচারের ডায়লগঃ কাল সবাই তিনটে নতুন মেয়ে ফিটিং করে নিয়ে আসবে!
প্রাইভেট টিচারের ডায়লগঃ কাল সারারাত চুমকির সাথে ফোনে গেঁজাতে বলেছিলাম গেঁজিয়েছো?
— হ্যাঁ স্যার!
— দেখি, কল- ডিউরেশন বের করো!
— ইয়ে মানে.....
— বুঝছি, গ্যাজাও নাই।
একটা দিনও বাড়ির কাজ করোনা! ডাকো তোমার মাকে !
— হ্যাঁ স্যার!
— দেখি, কল- ডিউরেশন বের করো!
— ইয়ে মানে.....
— বুঝছি, গ্যাজাও নাই।
একটা দিনও বাড়ির কাজ করোনা! ডাকো তোমার মাকে !
হেডমাস্টারঃ তোমরা সবাই মন দিয়ে লাইন মারবে কোন অসুবিধা হলে আমায় জানাবে।
সবশেষে,
ছোটো বাচ্চরা : মা, আজ আমি প্রেম করতে যাব না।
মা : হারামজাদা আজকে তোর একদিন কি আমার একদিন। প্রত্যেক দিন বলবে প্রেম করতে যাব না, প্রেম না করলে খাবি কী?
জানিনা কেমন লাগলো! ভালো লাগলে বলবেন।
এটা ছোট, তাই উপরের মজার ছবিটা বোনাস হিসাবে দিয়ে দিলাম।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন