এই ব্যাপারটা আমরা সকল ছাত্রছাত্রীরাই জানি।
তবুও চলো একটা গল্পের মাধ্যমে জানি কারা ভালো বন্ধু? ছেলেরা নাকি মেয়েরা?
তবে গল্প হলেও ঘটনা কিন্তু ১০০% সত্যি। তাহলে শুরু করা যাক।
পরীক্ষার হলে দুই বান্ধবীর কথোপকথন...
১ম বান্ধবীঃ এই, ৭ নং লিখেছিস?
২য় বান্ধবীঃ নারে, ৭ নং টা ভালো করে পারিনা।
১ম বান্ধবীঃ ৮ নং লিখেছিস?
২য় বান্ধবীঃ না, ঐটা দেবোনা।
১ম বান্ধবীঃ ৯ নং পারিস?
২য় বান্ধবীঃ নারে।
১ম বান্ধবীঃ ১০ নং লিখেছিস?
২য় বান্ধবীঃ লিখেছি। তবে বানিয়ে বানিয়ে লিখেছি !!
এবার রেজাল্টের সময় ঐ দুই বান্ধবীর কথোপকথন শুনুন...
১ম বান্ধবীঃ কত পেয়েছিস তুই?
২য় বান্ধবীঃ ভালোনারে . . .
১ম বান্ধবীঃ আহা, বলনা?
২য় বান্ধবীঃ ৯৫।
১ম বান্ধবীঃ ৯৫ পেয়েছিস, তবুও বলছিস ভালোনা !! কিন্তু তোর কাছে তো ৪টে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, তুই পারবিনা বলেছিলি। এখন ৯৫ কিকরে পেয়েগেলি???
পরীক্ষার হলে দুই বন্ধুর কথোপকথন...
১ম বন্ধুঃ ভাই, ৭ নং লিখেছিস?
২য় বন্ধুঃ হুম।
১ম বন্ধুঃ দেখা।
২য় বন্ধুঃ এই নে ধর, খাতা দিয়ে দিলাম। যত খুশি দেখ। কিন্তু সাবধানে! আর বেশি কথা বলিসনা আমার সাথে, তাহলে স্যার আবার বকা দেবে।
১ম বন্ধুঃ থ্যাংকস ভাই। পাশ করবো তো?
২য় বন্ধুঃ আরে শালা, আমি পাশ করলে তুইও করবি। বেশি কথা না বলে এখন লেখ তো।
এবার রেজাল্টের সময় ঐ দুই বন্ধুর কথোপকথন শুনুন...
১ম বন্ধুঃ ভাই, থ্যাংকস !! তোর জন্য পাশ করে গেলাম।
২য় বন্ধুঃ ধুর শালা, অত ভাও খেতে হবেনা, কবে খাওয়াবি বল? আর হ্যাঁ কত পেয়েছিস?
১ম বন্ধুঃ ৯০।
২য় বন্ধুঃ কিকরে! তুই তো আমার খাতা হুবহু কপি করেছিলি। তাহলে আমার চেয়ে ৫ কম পেলি কেন? বানান ভুল করেছিলি নাকি?
না, আপনাদের আর কিছু বলা লাগবে না সেটা বুঝেছি।
আশা করি সবাই বুঝে গিয়েছেন যে কাদের বন্ধুত্ব বেশি মজবুত।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন