তবে এখন আপনাদের মনে প্রস্ন জাগতে পারে, সাইটটা তো এমন ছিলনা!
কেন এমন বদলে গেল??
আমি সিম্পল করে বলছি যাতে সবাই বুঝতে পারেন, আসলে সাইটাতে এখন অনেক ভসিটর আসছে ফলে সারভার আপগ্রেড করতে হত কিন্তু অত টাকা ইনভেস্ট করা আমার পক্ষে সম্ভব না।
তাই ব্লগারে ট্রান্সফার করে দিলাম।
কি পরিবর্তন হল?
তেমন কিছু পরিবর্তন হয়নি। আগের সমস্ত লেখা এখানে আনা হয়েছে।
সমস্ত ছবিও ঠিক ঠাক আছে।
তবে আপনারা এখানে রেজিস্টার করতে পারবেন না।
তবে কমেন্ট করতে পারবেন সবাই।
আপনাদের কাছে অনুরধ,
আগের মত আবার নতুন নতুন পোস্ট আমরা দেব, আপনারা কিন্তু অবশ্যই আসবেন।
মন্তব্য করবেন সমস্ত লেখাতে। আর যদি কোন ভুল চোখে পড়ে বা সাহাজ্যের দরকার হয় তাহলে আমাকে পাবেন এখানে ফেসবুক পেজ
ফেসবুক পেজে লাইক দিয়ে ম্যাসেজ করতে পারেন আথবা কমেন্টও করতে পারেন।
Kichu notun lekha post korun
উত্তরমুছুনএইমাত্র একটা করলাম
মুছুনAmon kicu sad golpo din. jeta easy hbe abong natok akare banate pari. nd writer er name diyen. jar karone credit dite pari na. Ami Ruhan Rabbe - Fb id o ei name ei. apnader web theke onk script niye ami kaj koreci. obosso onumoti niyeci apnader theke page msg diye. jai hok kindly sad script + lekhoker nam soho add kore diyen
উত্তরমুছুন