বল্টু আর বল্টু

Post Office - Valobasa

একবার ছোট্ট বল্টু চিঠি লিখেছে ঈশ্বরের কাছে,
“হে ঈশ্বর আমার একটা সাইকেলের অনেক শখ। সাইকেলের কত টাকা দাম তো জানি না, যাই হোক, তুমি সাইকেল কেনার জন্য দশ হাজার টাকা পাঠিয়ে দাও।”
ব্যস, এটুকু লিখে সে খামের উপর লিখলো "প্রাপক, ঈশ্বর" তারপর ডাকবাক্সে ফেলে এল।
এবার পিয়ন যখন এই চিঠি পেল তখন সে বেচারা পড়লো দারুণ বিপাকে। 
কি করে, কি করে! সে দেখালো তার কর্তা বাবুকে। তিনি আবার দেখালেন তার কর্তা বাবুকে এভাবে হাত ঘুরতে ঘুরতে এক পর্যায়ে চিঠিটি গিয়ে পড়ল প্রধানমন্ত্রীর হাতে।
তিনি চিঠিটা পড়ে বললেন, বাচ্চাটিকে হতাশ করা চলবে না। ওর ঠিকানায় ৩ হাজার টাকা পাঠিয়ে দাও।
কিছুদিন পর বল্টুর আরেকটি চিঠি এসে পড়ল সেই পিয়নেরই হাতে। 
এবার সে আর ভুল করল না, সোজা পাঠিয়ে দিলো প্রধানমন্ত্রীর দফতরে!
প্রধানমন্ত্রী চিঠিটি খুলে পড়ছেন,
"হে ঈশ্বর, আমি জানি যে তুমি আমার চিঠি পেয়ে খুশি হয়ে আমার জন্য দশ হাজার টাকাই পাঠিয়েছিলে, কিন্তু প্রধানমন্ত্রী বোধয় সাত হাজার টাকা মেরে দিয়েছে আর আমায় শুধু ৩ হাজার টাকা পাঠিয়েছে। আমি এর বিচার চাই!" :D :D
Bee At Tree - Valobasa
Bee At Tree - Valobasa.In
বল্টু - ডাক্তার সাহেব, আমাকে মৌমাছিতে কামড় দিয়েছে। খুব ব্যথা হচ্ছে। কিছু একটা করুন।
ডাক্তার - ভয় পাবেন না! চিন্তার কিছু নেই! আমি একটা মলম লাগিয়ে দিচ্ছি।
বল্টু - কিন্তু মলম লাগাবেন কীভাবে? মৌমাছি তো এতক্ষণে অনেক দূরে চলে গেছে!
ডাক্তার - মৌমাছির উপর না। মলম লাগাব যেখানে কামড় দিয়েছে সেখানে।
বল্টু - আচ্ছা, তাহলে আপনাকে আমাদের আম বাগানে যেতে হবে, আমগাছের নিচে! মৌমাছিটি সেখানেই আমাকে কামড়টা দিয়েছে!
ডাক্তার - ওরে বোকা! আমি তোমার শরীরের যেখানে কামড়েছে সেখানে লাগাব।
বাল্টু − ও....! আঙ্গুল, আঙ্গুল! কামড় দিয়েছে আঙ্গুলের মাথায়।
ডাক্তার - কোনটায় কামড়িয়েছে?
বল্টু − কোনটায় কামড়িয়েছে! সেটা তো আমি ঠিক বলতে পারব না। ওখানে অনেক মৌমাছি ছিল আর সব একই রকম দেখতে। :D :D 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন