পরশু দিনের পাঠানো মেসেজটা এখনো delivery হয়নি। একটু পর পর মেসেজটা চেক করি।
আমি জানি অন্য মেসেজগুলোর মতো এই মেসেজটাও Failed হয়ে যাবে। আজ তিন মাস তোমার নাম্বারটা বন্ধ। আমার সাথে কথা না বলে তোমার রাতে ঘুম আসতো না। সারাদিন আমার খোজ না নিলে তোমার অস্বস্তি লাগতো। হাজারবার ভালবাসি না বললে তোমার মন ভালো হতোনা।
এখন এসব কিছুই তোমাকে স্পর্শ করেনা। জানি অার করবেও না।
তোমার জগতের হাজারটা আমি তোমাকে ঘিরে রেখেছে।
আর আমার জগতের একমাত্র আমি সেই তুমি এখন যোজন দুরে।
এটুকু জানি যে বাচতে কষ্ট হবে তোমাকে ছাড়া। প্রচন্ড কষ্ট...! প্রচন্ড...!
আর এটাও মানি যে বাঁচতে হবেই, তোমাকে ছাড়াই।
আমাদের ভালোবাসার গল্পটা তোমার নিজের হাতে লেখা। একটি নাটকের মতোই প্রতিটা দৃশ্য তোমার নিজের হাতে সাজানো। তাই খুব সুন্দর একটা সমাপ্তি দিয়ে নিজেকে আড়ালে করতে কষ্ট হয়নি তোমার।
আর আমি ব্যর্থ অভিনেতার মতো এখনও দাড়িয়ে আছি, নাটকের শেষ পর্বে। শেষ প্রহরে...!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন