আরও একটা বছর এগিয়ে গেলাম

২০১৫ সাল কে পিছনে ফেলে রেখে আমরা ২০১৬ তে চলে আসলাম।
নতুন বছরের জন্য সবাই নানারকম পরিকল্পনা করবেন কিভাবে আগের বছরের ভুল গুলো বাদ দিয়ে আরও ভালোভাবে কাটানো যায়।
কিন্তু হটাৎ আজ মনে হল, নতুন বছর মানে তো ছোট্টো এই জীবন থেকে আরও একটা বছর চলে গেল।
আরও একটা বছর এগিয়ে গেলাম শেষের পথে।
তবে তাইবলে দুঃখ করে তো কোন লাভ নেই! So, enjoy...
Happy New Year 2016 - Valobasa
আমি আজ কিছুই লিখছি না। 
নতুন বছর তাই আপনাদের হ্যাপি নিউ ইয়ার উয়িশ করার জন্য এটা পোস্ট করলাম।
আমরা যেহেতু এখানে ভালোবাসা নিয়ে কথা বলি সেহেতু দুটো কথা শেরায় করছি।

ভালবাসা তৈরী হয় ভাললাগা থেকে।
স্বপ্ন তৈরী হয় কল্পনা থেকে।
অনুভব তৈরী হয় অনুভূতি থেকে।
আর বন্ধুত্ব তৈরী হয় মনের গভীর থেকে।
কাউকে নিয়ে বেশি ভেবো না, প্রেমে পড়ে যাবে।
কাউকে কষ্ট দিয়ো না, পরে নিজেই কষ্ট পাবে।
কাউকে পেয়ে ভুলে যেয়ো না, তা হলে সারাজীবন কষ্ট পাবে।
সবচেয়ে কষ্ট লাগে তখন, যখন পুরোটা পথ হাত ধরে হাটার কথা বলে মাঝ পথে হাতটা ছেড়ে দিয়ে বলে, তোমার হাত ধরে আমার পথ চলা আর সম্ভব নয়। তাই হাতটা ধরার আগে ভাবা উচিৎ সারাটা পথ চলতে পারবে কি না...!
ওকে, বাই।
Happy New Year 2016

সবাই খুব মজা করো আজকের দিন, নতুন বছরের নতুন দিন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন