দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসা একটাই আর সেটা হল মায়ের ভালোবাসা।
বাকি সম্পর্কগুলোর কথা এখন আর বলছি না।
মাগো মা তোমার নাকি জন্ম দিন
অবাক লাগে হাসি পায় মা অন্তহীন।
মা মানেতো শুধু-ই কাজ
কুটনো কোটা বাটনা বাটা একটু সাজ।
বাবার অফিস আমার স্কুল
কোনকিছুতে হয়না ভুল।
গয়লা ধোপা কাজের লোক
সব কিছুতেই সজাগ চোখ।
সবার জন্য সময় দিলে
জীবনে তুমি কি বা পেলে?
সন্ধেবেলা একটু খানি টিভি সিরিয়াল
তাতেও তুমি হও যে নাকাল।
কেক কাটিয়েই তোমার মজা
হয়ে ওঠেনি নিজের জন্ম-তারিখ খোঁজা।
আচ্ছা মাগো কয়েকটা দিন সবুর করো
নিজের হাতে শক্ত করে ছুরি ধরো।
হোকনা তোমার দন্তহীন বা পক্ক কেশ
নিজের হাতে কেক কাটতে লাগবে বেশ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন