বড্ড ভালোলাগে তোমার বকুনি

Tobuo Valobasi Tomake

ছেলে - জ্বর কমেছে?
মেয়ে - হ্যা কমে তো গেছিল কিন্তু কাল রাতে আবার আইসক্রিম খেয়েছিলাম তাই আবার বেড়েছে।
ছেলে - কি! তুমি পাগলি নাকি? আচ্ছা তুমি এমন কেন করলে? এত বেখেয়ালি? এখন মনে হচ্ছে তোমার গালে একটা চড় মারি। তুমি না লেখাপড়া কর? তারপরও কেন অশিক্ষিতর মত কাজ কর? আমার অবাক লাগছে তোমার মতো একটা স্টুপিডের সাথে আমি প্রেম করি।
এই মেয়ে নিজেকে কি মনে কর তুমি? তোমার ইচ্ছে মত সব হবে? তোমার লাইফ তোমার একার না? তাহলে আমার সাথে কেন প্রেম করো? কেন আইসক্রিম খেয়েছিলে? আমাকে উওর দাও?
মেয়ে - হাহাহাহাহা.... তুমি না! সত্যি বলছি আমি আইসক্রিম খাইনি। তোমার কাছথেকে বকা খাওয়ার জন্য মিথ্যে বলেছি, সরি জান।
তুমি যখন আমাকে এইভাবে বকা দাও তখন তোমার চোখে এই রাগের মাঝে আমি ভালোবাসা দেখতে পাই। তখন নিজেকে পৃথিবীর সব থেকে সুখি মেয়ে মনে হয়।
ছেলে - তুমি একটা ইডিয়ট, একটা স্টুপিড, একটা পাগলি। আর আমার জান, আমার ভালোবাসা।
মেয়ে - তাহলে চলো আমরা আইসক্রিম খাই।
ছেলে -  কি? এই জ্বরের মধ্যে...! তুমি সত্যিই একটা পাগলি! 
একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তবুও আমি তোমাকে ভালোবাসি।

3 comments: