মজার নাপিত

সেলুনে চুল কাটাতে গেছেন এক নেতা।
নাপিত কাঁচি চালাতে চালাতে বলছেন, ‘‘স্যার, শুনলাম জনগণ নাকি আপনার ওপর খুব খ্যাপা। যেকোনো দিন আপনার বাড়িতে হামলা চালাবে। আপনি নাকি জনগণের টাকা দিয়ে সম্পদের পাহাড় বানিয়েছেন।’’
নেতা ধমক দিয়ে বললেন, ‘‘এই ব্যাটা, চুপ কর। যত সব ফালতু কথা।’’
পরদিন নাপিতের কাছে চুল কাটাতে এলেন এক সরকারি কর্মকর্তা।
নাপিত তাঁর চুল কাটতে কাটতে বললেন, ‘‘স্যার, পুলিশ নাকি আপনারে খুঁজতেছে। যেকোনো দিন ক্যাক কইরা ধইরা জেলে ঢুকায় দিব। আপনি নাকি দুর্নীতি করেন, ঘুষ ছাড়া কাজ করেন না।’’
সরকারি কর্মকর্তাও নাপিতকে ধমক দিয়ে চুপ করালেন।
কদিন বাদেই নাপিতের দোকান ঘেরাও করল পুলিশ।
নাপিতকে আটক করে বলল, ‘‘এই, তুই নাকি তোর কাস্টমারদের আজেবাজে কথা বলিস? তোর উদ্দেশ্য কী...?’’




নাপিত আমতা আমতা করে বললেন, ‘‘স্যার, এসব কথা বললে ভয়ে ওনাদের চুল খাড়া হয়ে যায়। আমার চুল কাটতে সুবিধা হয়। তাই বলি।’’

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন