এখন থেকে অনেক পোস্ট লিখব আপনাদের জন্য।
তবে লেখা গুলো ছোটো হতে পারে, তবে প্রাই প্রতিদিনই লেখা দেওয়ার চেষ্টা করব।
ভালোবাসা চোখের দেখা কিছু নয়।
ভালোবাসা একটা অনুভুতি। এই অনুভুতির কোনো সীমা নেই।পারস্পারিক দূরত্ব কখনও ভালোবাসাকে আটকে রাখতে পারেনা।
পরস্পরকে অনুভব করতে পারলে ভালোবাসা সবসময় সাথে থাকে।
ভালোবাসা মানে এই নয় ঘন্টার পর ঘন্টা ফোনালাপ করতেই হবে।
ভালোবাসা...?
দু প্রান্তে দুটো মানুষ যখন একই সময়ে দুজন দুজনকে নিয়ে ভাবছে হয়তো সেটাই ভালোবাসা।
ভালোবাসা মানে এই নয় হাজারো মিষ্টি কথার ঝুলি নিয়ে রাত পার করা।
ভালোবাসা...?
প্রতিরাতে ঘুমোনোর আগে একবার তার প্রতিচ্ছবি কল্পনা করে ভেবে নেয়া সেই মানুষটাও তাকে এভাবেই দেখছে। হয়তো এটাই ভালোবাসা।
ভালোবাসা মানে এই নয় তোমাকে ছাড়া বাঁচবো না।
ভালোবাসা...?
শেষ মুহূর্তেও তার জন্য বেঁচে থাকার লড়াই করে যাওয়া। হয়তো এটাই ভালোবাসা।
ভালোবাসা মানে এই নয় তোমাকে না দেখা থাকতে পারবো না।
ভালোবাসা...?
অনুভব করে নেয়া সে পাশে আছে সবসময়। নাই বা হল দেখা। মনের চোখে তাকে দেখে নেয়া। হয়তো এটাই ভালোবাসা...।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন