এবিপি আনন্দ

বাংলা নিউজ চ্যানেলগুলোর মধ্যে আমার সবথেকে ভালোলাগে এবিপি আনন্দ।
দেখলে আমি ওটাই দেখি।
কিন্তু আজ একটা কবিতা দেখলাম ফেসবুকে, বেশ মজার।
তাই আপনাদের সাথে শেয়ার করছি।
কারোর মনে আঘাত দেওয়া বা কারোর ক্ষতি করার জন্য পোস্টটি নয়, শুধুমাত্র মজা করার জন্য।

এগিয়ে থাকে এগিয়ে রাখে, যৌনতায় শুধু সেরা।
মেককাপ করে দেখায় বক্ষ কিংবা চেহারা।।
জাপানি তেলের বিজ্ঞাপনে বাজার করেছে মাত।
সাতদিনে নাকি সুমন কাকা ভেঙেছে তিনবার খাট।।
আজগুবি খবর যত চলছে শিরোনামে।
সাপের বিন বাজছে শুধু আমাদের কানে।।
কখনও দেখি সানি লিওন সমুদ্রের পাড়ে দৌড়ায়।
মস্তি নিয়ে ছুটছে দেখি কালো ঘোড়ায়।।
কোথায় কে বিকিনি পরল, জেনে যায় এবিপি।
ওদের ক্যামেরায় পড়েনা ধরা মালদার কোনো ছবি।।
কখনও সবুজের গুনগান, কখনো লালের পাশে।
খাটভাঙার বিজ্ঞাপন দেখে বাচ্চা ছেলেও হাসে।।
ঘন্টাঘানেক সঙ্গে সুমন, শুধুই ভাট বকে।
জাপানি তেল লাগিয়ে সুমন চশমা পরে চোখে।।
খবরের কাগজের একি অবস্থা, নগ্ন ছবিতে ভরা।
কোথাও দেখি নগ্নতা, কোথাও ছোটে ঘোড়া।।
বান্ধবী খুঁজে পাওয়ার বিজ্ঞাপন, কোথাও বডি ম্যাসাজ।
কোথাও দেখি বেশ্যাবৃত্তি করার খালি আছে কাজ।।
ফেসবুক পেজেও এবিপি আনন্দ, ঠিক যেন চটির ব্লগ।
যৌনতা দেখিয়ে কামায় টাকা, মিডিয়ারূপী ঠগ।।
যৌনতার রসে ভরা মিডিয়া, সুমনের নাকে রহস্যের গন্ধ।
জাপানি রকেটের টাকাতে চলে, বাংলার এবিপি আনন্দ।।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন