নকল বৌ

আজ একটা অন্য ধরনের মজার গল্প আপনাদের জন্য এনেছি।
তবে কোন মেয়ে কিন্তু আমার উপর রাগ করবেন না প্লিজ। এটা জাস্ট একটা মজার গল্প মাত্র।

বিয়ের পরদিন সকালবেলা। 
নতুন বৌ ঘুম থেকে একটু আগে উঠলো, বরটি উঠলো একটু দেরিতে। 
নতুন বৌ ফ্রেশ হয়ে এসে ডাকছে, 'এই ওঠোনা, ওঠো, সকাল হয়ে গ্যাছে তো।'
ছেলেটি চোখ মেলেই দেখতে পেলো, অপরিচিত এক মহিলা তাকে ডাকছে কিন্তু তার Wife এর পরিধেয় সব কাপড় সে পরে নিয়েছে!
ছেলে: লাফ দিয়ে উঠে, কে আপনি? এখানে কি চান? আমি তো আপনাকে চিনি না!
- আমি কে মানে? কি বলছো এসব?
ছেলের চেঁচামেচি শুনে মা-বাবা ও বাড়ির অন্যরা সবাই দৌড়ে এলো, কি হয়েছে? কি হয়েছে?
ছেলে: দেখো মা, কোথাকার কোন মেয়ে বলছে সে নাকি আমার বউ!
ছেলের বাবা : হ্যা তাইতো আমরা তো তোকে এই মেয়ের সাথে বিয়ে করাইনি!
ছেলের মা: বুঝেছি আমাদেরকে ঠকিয়েছে, দেখিয়েছে একজনকে, আর বিয়ে দিয়েছে আরেকজনকে।সবাই একই কথাই বলছে, মেয়ে কাউকে বোঝাতে পারছে না।
ছেলের বাপ: এই তোর শুশুর কে ফোন কর, আজই এই হতভাগাকে ডিভোর্স দিবি।
ছেলে : করছি বাবা।
ইতোমধ্যে মেয়ের বাপ হাজির হতেই ছেলের বাপ গুষ্ঠি উদ্ধার করে ছাড়ছেন, আপনার রিরুদ্ধে আমি প্রতারণার মামলা করবো, আমাদেরকে নকল বউ দিয়েছেন!
ডিভোর্স এর সব ব্যবস্থা হয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই। 
মেয়ে বললো আমি কিছু বলতে চাই।
ছেলে: আরে ওকি বলবে!
ছেলের বাপ: ঠিকাছে বলো।
মেয়ে : আসলে হয়েছে কি জানেন বাবা? আপনারা আমাকে যতবার দেখেছেন মেকআপ করা অবস্থায় দেখেছেন তো তাই ব্যাপারটা এমন হয়েছে। প্লিজ আমাকে ৩০ মিনিট সময় দিন, বিশ্বাস করুণ আমাকে, আমি শুধু পার্লারে যাবো আর আসবো, কথা দিলাম আপনাদের নকল বউ আসল বউ হয়েই ফিরে আসবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন