রকেট ক্যাপসুল ও সরকারি কর্মচারী

আপনারা কেমন আছেন?
গল্প কেমন লাগছে, নিচে মন্তব্য করে জানাতে ভুলবেন না।
Jokes About Ad - Valobasa

কর্মচারী - স্যার এই নিন আমার পিতৃত্বের ছুটির আবেদন।
ঊর্ধ্বতন - অ্যাঁ! আর ছয়মাস মাস পরে তো আপনার অবসর! এখন আবার বাবা হতে চলেছেন! 
কর্মচারী - কেন স্যার সরকারের এমন তো কোন নিয়ম নেই ৫৭ তে বাবা হওয়া যাবে না।
ঊর্ধ্বতন - তা নেই , তবে চক্ষুলজ্জা বলে তো কিছু আছে।
কর্মচারী - হে হে, কি যে বলেন স্যার - ৪৮% ডিএ বাকি রেখে যদি সকারের চক্ষুলজ্জা না থাকে আমার ইয়ে করতে গেলে কেন থাকবে!
ঊর্ধ্বতন - ডি এর সাথে বাবা হওয়ার কি সম্পর্ক?
কর্মচারী - সেটাও সরকারের আশীর্বাদ। 
ঊর্ধ্বতন - মানে?
কর্মচারী - আমার শরীর ভালো ছিলনা , ডাক্তার দেখাবো বলে ঠিক করলাম, প্রাইভেট প্র্যাকটিস করে এমন ডাক্তারদের প্রচুর ফী, সরকার তো মাইনে পুরো দিতে পারে না তাই সরকারি হাসপাতালে গেছিলাম চিকিৎসা করাতে। 
ডাক্তার দেখে বললেন শরিরে ভিটামিনের অভাব , বিকোসুল ক্যাপসুল খান, গেলাম ফেয়ার প্রাইস শপে, বিকোসুলের বদলে ভুল করে রকেট ক্যাপসুল দিয়ে দিয়েছে। একদিন দু দিন খাবার পর দেখলাম বেশ চনমনে লাগছে, হৃত যৌবন ফিরে পাচ্ছি।
ঊর্ধ্বতন - তারপর?
কর্মচারী- ব্যাস একদিন রাতে  বউ হেসে কয়।  আছে যখন পিতৃত্বের ছুটি চল করি এনজয়।।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন