আজ আপনাদেরকে দুটো ছোটো ছোটো মজার জোকস উপহার দেব।
একটা বোল্টুকে নিয়ে আর একটা স্বামি-স্ত্রী সম্পর্কীয় মজার জোকস।
তাহলে প্রথমে বোল্টু দিয়ে শুরু করি শুরু করি।
বল্টুঃ দোস্ত আমাকে তুই ১০০ টাকা ধার দিবি? ৭দিন পরেই দিয়ে দেবো। প্লিজ...
নন্টেঃ এই নে ৫০০ টাকার নোট। আমার কাছে এর থেকে ছোট নেই।
বল্টুঃ টাকা হাতে পেয়ে, "দোস্ত তুই আমার অনেক বড়ো উপকার করলি, তোর এই ঋণ কোনদিন শোধ করতে পারবোনা!"
তারপর দুই মাস হয়ে যায় বল্টু আর টাকা দেয় না!
নন্টেঃ কিরে, আমার টাকাটা তো আর দিলি না!
বল্টুঃ কিসের টাকা?
নন্টেঃ এর মধ্যেই সব ভুলে গেলি? তুই যে দুই মাস আগে আমার থেকে ৫০০ টাকা নিয়েছিলি।
বল্টুঃ কিন্তু তোকে না টাকা নেয়ার সময়ই বলছি তোর এই ঋণ আমি কোন দিন শোধ করতে পারবোনা...!! আবার কিসের টাকা?
নন্টেঃ এই নে ৫০০ টাকার নোট। আমার কাছে এর থেকে ছোট নেই।
বল্টুঃ টাকা হাতে পেয়ে, "দোস্ত তুই আমার অনেক বড়ো উপকার করলি, তোর এই ঋণ কোনদিন শোধ করতে পারবোনা!"
তারপর দুই মাস হয়ে যায় বল্টু আর টাকা দেয় না!
নন্টেঃ কিরে, আমার টাকাটা তো আর দিলি না!
বল্টুঃ কিসের টাকা?
নন্টেঃ এর মধ্যেই সব ভুলে গেলি? তুই যে দুই মাস আগে আমার থেকে ৫০০ টাকা নিয়েছিলি।
বল্টুঃ কিন্তু তোকে না টাকা নেয়ার সময়ই বলছি তোর এই ঋণ আমি কোন দিন শোধ করতে পারবোনা...!! আবার কিসের টাকা?
এবার আসছি স্বামি ও স্ত্রীর গল্প নিয়ে।
স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে।
ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন।
স্ত্রী: কী! তুমি আমার গায়ে হাত তুললে?
স্বামী বেচারা ভেবে দেখলেন, আসলেই কাজটা অন্যায় হয়ে গেছে।
তাই একটু নরম সুরে তিনি বললেন, "আরে না না, আমি তোমাকে ভালোবেসে চড়টা মেরেছি।"
স্ত্রী তখন স্বামীর দুই গালে কষে দুইটা চড় লাগিয়ে দিলেন।
স্বামী: (থ হয়ে) তুমিও আমাকে? ...পারলে?
স্ত্রী: তুমি কি ভেবেছ আমি তোমাকে কম ভালোবাসি! তোমার থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন