আজ দুটো মজার গল্প।
ছেলেরা খারাপ না মেয়েরা খারাপ সেটা আপনারা বলবেন।
তবে সবাই একরকম না, সেটাও মানতে হবে।
এক ভদ্রলোক জুয়েলারির দোকানে গিয়ে প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য সবচেয়ে দামি ব্রেসলেট চাইলেন। দোকানদার বললেন, ‘স্যার, ব্রেসলেটে কি আপনার প্রেমিকার নাম খোদাই করে নেবেন?’
ভদ্রলোক কিছুক্ষণ চিন্তা করে বললেন, ‘না, তার দরকার নেই। তার চেয়ে বরং লিখে দেন, তুমিই আমার প্রথম এবং একমাত্র প্রেম।’
দোকানদার বললেন, ‘স্যার, আপনি আসলেই খুব রোমান্টিক।’
এবারে ওই ভদ্রলোক বললেন, ‘এখানে আসলে রোমান্টিকতার কিছুই নেই, পুরোটাই প্রাকটিক্যাল। যাকে এটা দেব যদি তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয় এবং এই ব্রেসলেটটি যদি সে ফেরত দেয় তাহলে ব্রেসলেটটি আমি অন্য কোথাও ব্যবহার করতে পারব।’:D :D
।
।
।
বহুদিন পর আমার পুরানো প্রেমিকার চিঠি পেলাম।
চিঠির ভাষা ছিল এই রকম...,
প্রিয় নীল,
তোমার সঙ্গে সম্পর্ক ভাঙাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল।
আজ আমি বুঝতে পেরেছি,পৃথিবীতে তুমিই আমায় সবচেয়ে বেশি ভালোবাসতে।
আমরা কি পারিনা পুরানো সম্পর্কটা নতুন করে তৈরি করতে?
তোমার উত্তরের প্রতীক্ষায় রইলাম। শুনলাম লটারিতে এক কেটি টাকা পেয়েছ সেজন্য অভিনন্দন।
ইতি--তোমার জুলি :P :P
thnx
উত্তরমুছুনHey! This is kind of off topic but I need some help from an established blog.
উত্তরমুছুনIs it very difficult to set up your own blog?
I'm not very techincal but I can figure things out pretty fast.
I'm thinking about making my own but I'm not sure where to start.
Do you have any points or suggestions? With thanks
Share your conatct info so I can contact you.
মুছুন