মজার ম্যাজিক

আজ একটু মজা হবে।
আজ একটা ম্যাজিক হবে।
চলুন শুরু করা জাক...
Magic - Valobasa
আজ আমি তোমাকে নিয়ে একটা পরিক্ষা করব।
এই পরীক্ষা বলে দেবে তোমার কি খেতে পছন্দ।
কি? শুনে একটু অবাক হচ্ছেন নাকি?
অবাক হবার কারন নেই, যেমন যেমন বলা হচ্ছে ঠিক তেমন তেমন করতে থাকো, ফলাফল এখনি জানতে পারবেন।
প্রথমে,
১ থেকে ৯ এর মধ্যে যে কোন একটা সংখ্যা পছন্দ করো।
পছন্দ হয়ে গেলে, তাকে ৩ দিয়ে গুন করো।
এবার তার সাথে ৩ যোগ করো। আবার তার সাথে ৩ গুন করো।
এবার যে উওর টি আসবে তার সংখ্যা দুটিকে যোগ করে যে যোগ ফল আসবে সেটাই পছন্দের খাবার।
উওর টা একবার দেখে নাও...
১. আইসক্রিম
২. চাউমিন
৩. এগরোল
৪. চিকেন
৫. বার্গার
৬. ফ্রাইডরাইস
৭. রসগোল্লা
৮. ফুচকা
৯. গোবর
কি ঠিক এটাই পছন্দ তো?
অন্য সংখ্যা ভেবে আবার চেষ্টা না করাই ভালো।
আজ এই পর্যন্তই।
আপনার পছন্দের খাবারটা কমেন্ট করে জানাবেন।

5 comments:

  1. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন
  2. হা হা , অনেক সুন্দর হয়েছে । তবে একটি গাণিতিক ভুল আছে তোমার ম্যাজিকে , মানে ধরুন আমি মনে করলাম ১। এবার ৩ দিয়ে গুন করলে হবে 1 * ৩ = ৩ । এবার তিন যোগ করলে হবে ৩ + ৩ = ৬ । এবার তিন দিয়ে গুন করলে হবে ৩ * ৩ = ৯ । এর পর আপনি বলছেন যে , যে উত্তর টি আসবে তার সংখ্যা দুটিকে যোগ করতে ! কিন্তু মজার ব্যাপার হল ৯ কিন্তু একটি সংখ্যা (১০ হলে ঠিক ছিল কারণ সংখ্যা দুটি হল ১ এবং ০), তাই নয় কি ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি বোধয় ভুল বুঝছেন।
      "মানে ধরুন আমি মনে করলাম ১। এবার ৩ দিয়ে গুন করলে হবে 1 * ৩ = ৩ । এবার তিন যোগ করলে হবে ৩ + ৩ = ৬ । এবার তিন দিয়ে গুন করলে হবে ৬ * ৩ = ১৮ ।
      এর পর আপনি বলছেন যে , যে উত্তর টি আসবে তার সংখ্যা দুটিকে যোগ করতে!"
      তাহলে ১ + ৮ = ৯

      মুছুন