বেশ্যা

আমরা ভাবি আমাদের কত কষ্ট!
কিন্তু পৃথিবীতে আমাদের থেকেও অনেক অনেক খারাপ অবস্থায় আছে অনেক মানুষ।
আজ তাদের মধ্যে অল্প কিছু লোকের কথা আপনাদের শোনাবো।
Indian Prostitute - Valobasa

"লোকে আমায় বেশ্যা বলে ডাকে - আমি রাত্রিকে সাক্ষী করে অঙ্গে জড়াই ঝলমলে পোশাক, লাল টিপ, অধরে আরক্তিম আবরন বদনে মাখি সস্তা স্নো-পাউডার, আমার দু'হাতে শোভা পায় কাচেঁর চুড়ি কানে ও গলায় ইমিটেশনের গয়না আর চুলের ভাজেঁ রক্তিম সিদুঁর।
আমার আমিকে আমি নিজেই সাজাই লোকে আমায় বেশ্যা বলে ডাকে।
সভ্য সমাজের লোকেরা আমায় রাতে ঠিক চিনতে পারে।
নিধুবনে আমার শুভ্র দেহকে দুমড়ে-মুচড়ে বাম হাতে তারা কিছুু টাকাও গুজেঁ দেয়।
যে যার ইচ্ছে মত কাছে আশে আবার যে যার মতো চলেও যায়।
ভেঙে যাওয়া চুড়িগুলো পাশেই পড়ে থাকে।
পোশাকের লাবন্যতা নষ্ট হয়, কপালের টিপ আর খুজেঁ পাইনা।
আয়নায়, লেপ্টে থাকা ঠোঁট দেখে নিজেরই ঘেন্না লাগে মাথা নীচু করে ইমিটেশনের গয়না গুলো খুলি আর স্মৃতির পাজঁরে অশ্রু লুকাতে লুকাতে ভাবি 'আর নয় এসব - আর না, আমি তো এমনটা ছিলাম না।
"স্নান না সারতেই মেয়েটা দৌড়ে আসে আমি আবীর চোখ মেলে তার দিকে তাকাই আদর করে বুকে না জাড়াতেই অভিমানী সুরে বলে -' মা সারাদিন কিচ্ছু খাইনি, কোথায় ছিলে? ভাত দেও না তাড়াতাড়ি!
"আমি আমার অবাধ্য অশ্রুকে থামাতে পারি না, তারা ঝর-ঝর করে জীবনের তারে বেরিয়ে আসে আর থামতে চায়না।
আর আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে আবারো নিজেকে নতুন করে সাজাই লোকে আমায় বেশ্যা বলে ডাকে।

2 comments: