বলতে গেলে এটাকেও একটা মজার গল্প বলা যেতেই পারে।
কিন্তু একটু বুঝেই দেখুন, আসলে কথাটা খারাপ না।
ও হো আপনি তো এখনও গল্পোটাই জানেন না, আগে পড়ে ফেলুন তাড়াতাড়ি।
ট্রেনে এক অর্থনীতিবিদের পাশে বসে ছিল এক যুবক।যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ।
কিছুক্ষণের মধ্যে তাদের দুইজনের পরিচয় হল।
কথা-বার্তার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল...,
।
যুবকঃ আমি ৬ বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার ৫ বছরের একটি মেয়েও আছে। কর্মক্ষেত্রেও আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি। কিন্তু ১ বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে-অপরের প্রেমে পড়ে যাই।
।
অর্থনীতিবিদঃ এখন আপনি কি করবেন?
।
যুবকঃ আমি আমার স্ত্রীকে ছেড়ে দিতে চাই। তবে, এখনো ফাইনাল ডিসিশন নিতে পারি নি। ভীষণ দুশ্চিন্তায় আছি। কি করা যায়, বলুনতো?
।
অর্থনীতিবিদঃ হুম..., এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যিই খুব কঠিন কাজ। কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায়!!
ধরুন, আপনি আপনার বসের কঠিন কোন সমস্যার সমাধান করে দিলেন।
এখন তিনি আপনাকে পুরষ্কার দিতে চান।
তিনি আপনাকে দুটো পুরষ্কারের থেকে একটি বেছে নিতে বললেন।
আপনাকে নগদ ৫ লাখ টাকা দেয়া হবে। অথবা, ২ বছর পর ৭ লাখ টাকা দেয়া হবে। তখন আপনি কোনটি নেবেন?
।
যুবকঃ অবশ্যই নগদ ৫ লাখ টাকাই নেবো।
।
অর্থনীতিবিদঃ কেন?
।
যুবকঃ কে জানে ২ বছর পর কী ঘটবে? ২ বছর পর আমি টাকাটা পাবোই এমন তো কোন নিশ্চয়তা নেই।
কিন্তু ৫ লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে।
।
অর্থনীতিবিদঃ (হেসে বলল) আপনি একদম ঠিক বলেছেন।
একইভাবে, ভবিষ্যতে ঐ সুন্দরী আপনাকে এখনকার মতই ভালোবাসবে, এমন তো কোন নিশ্চয়তা নেই। কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে, আপনার স্ত্রী আপনাকে কতোটা ভালোবাসে..., যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচন্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল...।
emon post portei prachur anando upobhog korlam.pratyek manuske emonoi howya darkar.
উত্তরমুছুনThik bolechen, Apnar comment peye amadero valo laglo.
মুছুনdarun ete onek shikkhs orjito hoy....
উত্তরমুছুনhmm, thnx 4 comment
মুছুনSotti darun laglo.....
উত্তরমুছুনhmm, eta amar o khub valo lege6ilo.
মুছুনDarun lqglo....
উত্তরমুছুনonno gulo porun, segulo o kharap na.
মুছুনAnd apnar lekhar e66a thakle janate paren.
Aswome
উত্তরমুছুন