আলস্যের চুড়ান্ত পর্যায়

ব্যাঙ্কে টাকা জমা দেওয়া 
এখন জে কত কষ্টকর যে গিয়েছে, সেই বুঝবে।
Funny Jokes Photo - Valobasa
রাজু খুব কুড়ে।
এত কুড়ে, এত কুড়ে যে.... কি আর বলব, কত কুড়ে।
সারাটা দিন শুধু কম্পিউটারের সামনে বসে...💻 না না শুয়ে শুয়ে সময় কাটানো।

একদিন রাজুর বাবা রাজু কে বলল... "শোন রাজু, এই নে চার হাজার টাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিবি।
রাজু তো পড়ল মহা সমস্যায়... 😳😟😳

ব্যাঙ্কে যাবার কষ্ট সে তো করবে না, আবার টাকাটা নিজের কাছে রাখার সাহসও পাচ্ছেনা,  পাছে খরচ হয়ে যায়। 😖😫😩
কি করা যায়? কি করা যায়?

সুন্দর একটা আইডিয়া খেলে গেল রাজুর মাথায়। 😇😇

ফ্লিপকার্টে সে ৩৯৯৯ টাকা দামের একটা ঘড়ি ⌚ Cash on Delivery তে অর্ডার দিয়ে দিল।

দু দিন পর ক্যুরিয়ার বয় এসে রাজুকে তার পার্সেল 📦 দিয়ে ৩৯৯৯ টাকা নিয়ে গেল।

পার্সেল পাবার কিছুক্ষণ পরেই সে ফ্লিপকার্টের সাইটে 🏪 গিয়ে অর্ডার রিটার্ন  করবে বলল।
পরের দিন ক্যুরিয়ার বয় এসে পার্সেলটি 📦 নিয়ে চলে গেল।
তার দু দিন পর ফ্লিপকার্ট থেকে রাজুকে ফোন ☎ করল।
তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 🏦 চাইল ও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৯৯৯ টাকা ফেরৎ দিয়ে দিল।

ফালতু ফালতু কষ্ট করে 😓 ব্যাঙ্কে 🏦 গিয়ে লম্বা লাইনে দাড়িয়ে 👫👫 টাকা জমা দেবার কোনও মানে হয়!!!
রাজু জিন্দাবাদ।।

4 comments:

  1. খুব ভালো... আপনার এই ব্লগ এ আপনি ছাড়া আর কেও পোস্ট করে বা করতে পারে ???

    উত্তরমুছুন
  2. যদি আপনি কিছু মনে না করেন তো আমি পোস্ট করতে চাই... আমি স্টোরি লিখতে ভালবাসি আগে ও আমি অন্য ব্লগ এ পোস্ট করেছি... যদি কোনো অসুবিধা না থাকে তো আমি পোস্ট করতে চাই...

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সেটা তো খুব ভালো কথা। আপনি আমার সাথে ফেসবুকে আসুন www.fb.com/biswassaheb

      মুছুন