বোল্টূ চাকরি পেয়েছে

বোল্টু চাকরি পেয়ে গেলে কি হতে পারে!!
ভাবতে পারছেন??
থাক আপনাকে ভাবতে হবেনা কষ্ট করে। আমিই বলছি।
All Girls Are Angel On Facebook - Valobasa
বল্টু এক অফিসের ম্যানেজার পদে চাকরি পেল। :-D
তো, বল্টু চাকরিতে জয়েন করার পরই কর্মচারীরা সময়মতো অফিসে আসা শূরু করল। 
কেউ লেট করেনা।
তাই দেখে অফিসের এম.ডি একদিন বল্টুকে বললঃ ঘটনা কি?
আগেতো কেউই সময় মতো অফিসে আসতোনা! 
আপনাকে ম্যানেজার করার পর থেকেই সবাই টাইমের আগেই চলে আসে। 
আপনি কি জাদু জানেন নাকি?? ;-)
বল্টুঃ না স্যার, জাদু-টাদু কিছুনা। 
আসলে,
.
.
.
.
.
.
.
.
.
.
আমি অফিস থেকে একটা চেয়ার বিক্রি করে ফেলেছি আর বলেছি যে সবার পরে আসবে, 
তাকে দাঁড়িয়ে কাজ করতে হবে তাই সবাই টাইমের আগেই চলে আসে_____।।।। :D :D 

8 comments:

  1. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন
  2. খব সুন্দর...
    নমস্কার সাহেব বিশ্বাস... আপানার মনে আছে কি না জানি না,,, মনে করে দেখুন আমি আপনাকে বলেছিলাম আমি এই ব্লগে আমার জীবনের না বলা কিছু কথা শেযার করতে চাই... কিন্তু কাজের ব্যস্ততায় করা হয়ে ওঠে নি... গত কয়েক দিন আমি ফ্রি আছি তাই ভাবলাম আপনার এই ব্লগের ম্যাধমে আমার না বলা কিছু কথা বলি... তো যদি আপনি দয়া করে বলেন কিভাবে আমি সেই কথা গুলো আপনাকে পাঠাতে পারব মানে এই ব্লগে পোস্ট করতে পারব তাহলে খুব ভালো হত... আসলে অনেক কথা আমি কাওকে কিছু বলেতে না পেরে অনেক কষ্ট পাচ্ছি... তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেযার করি...

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অবশ্যই লিখতে পারেন, ফেসবুকে আমাকে নক করুন একটু , সব কিছু বুঝিয়ে দিচ্ছি
      Fb.com/Biswas.Saheb

      মুছুন