ভালোবাসা যে কি তা কেউ বলে বোঝাতে পারে না।
মন দিয়ে সবাই আবার সেটা বুঝতে পারে!
বার বার রাগ করে তোমার সাথে কথা বলা থামিয়ে দিই...
আবার বার বার ফিরে আসি তোমার কাছে।কিন্তু আমার বারবার এই ফিরে আসার পিছনে একটা কারন রয়েছে,
আর কারনটা হল আমি তোমাকে কখনো হারাতে চাই না।
জানি তুমি একজন কে খুব ভালোবাসো।
আর হয়ত সে সব দিক থেকেই আমার চেয়ে ভালো......।
তাছাড়া আমিও চাই যে, তুমি যেন তাকে পেয়ে অনেক অনেক ভালো থাকো।
তাই আমিও আর কখনো আমার ভালো লাগার কথা তোমাকে বলিনি, কারন আমার ভয় হয় যদি তুমি আমাকে উওরে ''না, বলে আমাদের বন্ধুত্বটাও ভেঙে দাও!
তাহলে আমি কি করে থাকব.....!!!
আর তুমিও এই স্বার্থপর দুনিয়ার এমন এক স্বার্থপর মানুষ যে সবসময় তোমার নিজের কথাই ভেবেছ।
তোমার
just same to same
উত্তরমুছুনHmm
মুছুনAMR VALOBASAR MANUS O BHOJANI AMK
উত্তরমুছুন