শুভ নববর্ষ

শুভ নববর্ষ
সবাইকে  নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। 
আর একটা কথা, এর আগের লেখাটা না পড়ে থাকলে, পড়ে নিন, অনেক ভালো লেখাটা। 
Esho He Boishakh - Bhalobasa.com

বর্ষশেষের বিদায় মালা
   কেমন করে খুলি ?
বছর ভরা অনেক স্মৃতি
    কেমন করে ভুলি ?

যা পেয়েছি সারা বছর
   আঁকড়ে ধরেছি,
ভাল মন্দ সব কিছুকে
   হৃদয়ে ভরেছি।

বিশ্লেষনে দুঃখ বাড়ে
    উদাস থেকেছি,
অন্ধকারকে সরিয়ে দিয়ে
      স্বপ্ন গড়েছি।

সবার স্বপ্ন সজীব থাকুক
   নববর্ষের কোলে,
সবাই যেন সুখের আলোয়
    খুশীর হাওয়ায় দোলে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন