শুধু একটা কথা বলব,
ভালোবাসার মানুষটিকে প্লিজ অবহেলা করবেন না।
তোমাকে ভালোবেসে কেউ একজন প্রতিদিন বলে যাচ্ছে : কেমন আছো... কি করছো... খেয়েছো কিনা..!
এরকম ইত্যাদি কথাবার্তা বলে তোমার প্রতিনিয়ত খোঁজ রাখছে... কেয়ার করছে।
কিন্তু তুমি তার কোন কথাই মূল্য দিলে না, অবহেলা করে যাচ্ছো।
শত ব্যস্ততার মাঝেও কেউ একজন তোমাকে এইভাবে খোঁজ রাখছে অথচ এতে তোমার কিছু যায় আসে না, অবহেলা করেই যাচ্ছো !!
.তোমার অবহেলা পেয়ে মানুষটা খুব কষ্ট পাবে,
রাতে কেঁদে চোখ লাল করবে, তবুও তোমার খোঁজ রাখছে প্রতিনিয়ত।
তুমি হয়তো ভাববে বাহ, এতো কষ্ট দেওয়ার পরেও সে আমাকে ভোলেনি, না জানি আমাকে কতো ভালোবাসে।
এই দূর্বলতা পেয়ে তুমি প্রতিনিয়ত অবহেলা করেই যাচ্ছো।
একদিন, দুইদিন, তিনদিন... চতুর্থ দিন সে তোমার খোঁজ রাখছে না।
তোমার মোবাইলে, ফোনে, মেসেজে তার কোন সাঁড়াশব্দ নেই।
তুমি হয়তো অবাক হয়ে যাবে ভাববে কি ব্যাপার আজকে তার কোন খবর নেই কেন ?
তোমার মন খারাপ হয়ে যাবে... তুমি হয়তো একটু ব্যস্ত হয়ে পড়বে তার খবর নেয়ার জন্য !!
অবশেষে জানতে পারবে যে মানুষটা রাতের পর রাত তোমার জন্য কেঁদে চোখ লাল করে দিতো, সে এখন গভীর ঘুমে মগ্ন।
যে মানুষটা তার সবকিছু বাদ দিয়ে প্রতি মুহূর্তে তোমার খোঁজ রাখতো, সে এখন তার বন্ধুদের সাথে ফুল মাস্তিতে আছে।
যে মানুষটা তিনবেলা খাওয়ার আগে তুমি খেয়েছো কিনা জানতে চাইতো, সে এখন নিজে খেয়েই টুপ করে ঘুমিয়ে পড়ছে।
ঠিক সেই মুহূর্তেই তুমি তার অভাবটা বুঝতে পারবে।
তোমার প্রতি তার কেয়ারটুকুর মূল্যটা বুঝতে পারবে।
ঠিক তখনেই মনে হবে মানুষটা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলো, তখন ইচ্ছা করবে তাকে ফিরিয়ে আনতে।
মনে মনে খুব চাইবে সে যেন আগেরমত তোমার কেয়ার করে, কিন্তু তখন তুমি তাকে আর পাবে না, সে ফিরে আসবে না।
কারণ, ততদিনে অনেক দেরি হয়ে গেছে, তুমি অনেক দেরি করে ফেলেছো!!
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনNice love story
উত্তরমুছুন