ঝগড়া - খুনসুটি

Young Lovly Couple -Valobasa

Boy - I hate you..
Girl- Me too..
Boy- আমি তোমার সাথে থাকতে চাইনা।
Girl- আমি ও চাইনা।
Boy-তা থাকবে কেন... :@
Girl- আমি কেন কেউ তোমার সাথে থাকবে না।
Boy- সেটা তোমায় না দেখলেও চলবে
girl- হুঃ এতোদিন দেখেছিলাম তাই বেঁচেছিলে।
boy- কি দেখেছিল ? একটা ice cream ও তো খেতে দিতেনা , শুধু ঠান্ডা লাগবে বলতে।
girl- বেশ করেছি । ice cream খেলে যে জ্বর আসতো সেটা ভূলেগেছ তাই তো!
boy- ও একটু আধটু হতেই পারে। তোমার তো ছোট ছোট ব্যপারে ঝামেলা করা চাই । gift গুলো পর্যন্ত like করতে না :@
girl- কি করে like করবো ? তুমি gift choice করতে জানো ?
boy- এখন তো বলবেই । নেবার সময় তো হাসি মুখে নিয়ে নিতে...
girl - সে তো তোমাকে hurt করতে চাইনি বলে কিছু
বলতাম না ., তাছাড়া তুমিও তো আমার gift like করতে না।
boy-কোনটা করিনি শুনি... তোমার দেওয়া violet shirt
টা আজও যত্ন করে রেখে দিয়েছি।
Girl- কোন shirt টা ? যেটা তোমার birthday তে দিয়েছিলাম !?
boy- হ্যাঁ , যার জন্য তুমি সেদিন দোকানের ছেলেটার সাথে ঝগড়া করেছিলে।
girl- বেশ করেছি । ও তোমায় অপমান করবে কেন?
boy- আমার জন্য তুমি ঝগড়া করবে.... ! এত 
ভালোবাস আমায়.. !
girl-হুম, i love u..
boy- i love u too babu...!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন