বোল্টূর ফ্রিতে চকলেট খাওয়া

এক ছিলেন আমাদের গোপাল ভাড়,
ওনার মাছি সেজে ফ্রিতে মিষ্টি-সন্দেস খাবার গল্প তো সবাই জানেন।
আজ আপনাদের বোল্টূর ফ্রিতে চকলেট খাবার গল্পটা বলবো, এটা হয়তো আপনি জানেন না।
Boltu Funny Bengali Jokes
Boltur Bangla Mojar Golpo, Boltur Funny Story

বোল্টূ আর পোল্টূ গেছে দোকানে...!
.
দোকানে গিয়ে পোল্টূ চুপি চুপি ৩ টা চকলেট পকেটে ঢুকিয়ে নিলো..!
.
এরপর তারা দোকান থেকে বেরিয়ে এসে..পোল্টূ বোল্টূকে দেখালো সে ৩ টা চকলেট চালাকি করে নিয়ে এসেছে..!
‌.
এটা দেখে বোল্টূ বলল...
.
বোল্টূ - ধুর ,,,চকলেট আবার চুরি করা লাগে। 
তুই আমার সাথে চল দোকানে আমি দোকানদারের সামনে চকলেট খাবো .!
.
পোল্টূ - আচ্ছা দেখি,,তুই কত্ত পারিস...!

এরপর দুইজন আবার দোকানে গেলো...!
.
বোল্টূ- দোকানির কাছে গিয়ে বলল কাকা আমি একটা জাদু দেখাবো আপনাকে..!
.
দোকানি বলল কি জাদু দেখাবি দেখা..!
.
বোল্টূ দোকানির কাছে একটা চকলেট চাইলো, দোকানি চকলেট দিলো,,,আর বল্টু খেয়ে ফেললো..।
.
এই ভাবে তিনবার চকলেট চেয়ে চেয়ে খেয়ে ফেললো..!
.
এটা দেখে দোকানি বলল, কিরে বোল্টূ কই তোর জাদু..?
.
এরপর বল্টু বলল...
কাকু আপনি এবার পোল্টূর পকেট চেক করেন দেখবেন ওর পকেটে ৩ টা চকলেট..!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন