বাঙ্গালীদের বুদ্ধি। এত বুদ্ধি আসে কোথা থেকে?
Bengali Funny Story | Bengali Funny Jokes
তার সবসময় মনে হতো বিছানার তলায় কেউ আছে।
বন্ধুর পরামর্শে একদিন এক সাইকোলজিস্ট এর কাছে গেল।
"ডাক্তারবাবু আমি রাতে ঘুমাতে পারি না।
সবসময় মনে হয় আমার বিছানার তলায় কেউ আছে।
আমি পাগল হয়ে যাব।"
"ঘাবড়াবেন না।
এক বছরের মধ্যে আপনাকে আমি ঠিক করে দেব", বললেন সাইকোলজিস্ট।
"সপ্তাহে তিনবার আমার চেম্বারে আসবেন ।"
"আপনার চার্জ কত?"
"2000 টাকা প্রতি ভিজিটে"।
" ঠিক আছে ডাক্তারবাবু।
প্র
ছয় মাস পরে রাস্তায় রবার্টের সঙ্গে সাইকোলজিস্টের দেখা।
ডাক্তার: "কি হলো?
আপনি যে ভয় পেয়েছিলেন সে সম্পর্কে আপনি আমাকে দেখাতে এলেন না কেন?"
রবার্ট: "ওয়েল, 2000 টাকা প্রতি ভিজিট;
সপ্তাহে তিনবার; এক বছর -- অনেক টাকার ব্যাপার!"
"আমার এক ভারতীয় বাঙালি Bondhu আমাকে এক প্লেট বিরিয়ানি এবং এক বোতল বিয়ারের পরিবর্তে আমার প্রবলেম সলভ করে দিয়েছে।
ও আমার সব খরচ বাঁচিয়ে দিয়েছে।
আর সেই টাকায় আমি একটা নতুন Swift গাড়িও কিনে নিয়েছি। আমি ভীষণ খুশি।"
ডাক্তার: "তাই! তা আপনার বন্ধু আপনাকে কিভাবে নিরাময় করে তুললো?'
"সে আমাকে বলল - খাট বিক্রি করে দে।
মেঝের উপর একটা গদি পেতে তার উপর শুয়ে পড়।"
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন