বন্যমামনিদের প্রতি

Bhalobasa.Com

নীলাঞ্জনা - তুমিই আমার প্রথম প্রেম । 
হাজার সবিতা.. বেকার কবিতার পরেও তোমাকে ভুলতে পারলাম কই.. ? প্রথম প্রেম কি ভোলা যায়?
..
দীপান্বিতা - সরি দীপান্বিতা !
সমান্তরাল পথের বাঁকে , তোমার নাকি দিশা থাকে,
সে দিশাতে খুঁজে খুঁজে দিশাহীন হয়ে গেলাম তাও তোমার দিশা পেলাম না ;____; 
..
মানসি - ও মানসি তোমার জন্যে চোখে স্বপ্ন একেছি, 
কালিদাস হয়ে প্রেমের কবিতা লিখেছি .. 
তারপরে জানতে পারলাম তুমি নিরক্ষর, সই করো আঙুলছাপ দিয়ে .. ;____;
.. 
মধু - আই ল্যাবু বলাতে মৌমাছিরা এমন হুল ফোটালে .. আমি আর শোভাবাজারমুখো হচ্ছিনা .. 
..
রঞ্জনা - আমি আর আসবই না, না পাড়ার দাদদের ঠ্যাং খোঁড়া করে দেওয়ার ভয় পাইনা, তোমার ছবি সেদিন বং ক্রাশ পেজে দেখলাম ;_____; 
..
পারমিতা - জানি তোমার কাছে আমার জন্যে "একদিন" ছাড়া সময় নেই, কিন্তু আমার একদিনের জন্য তোমায় চাইনা , সারাজীবনের জন্যে চাই, কিন্তু তুমি একদিন ছাড়া দিতে পারবেনা, এরকম দুশ্চরিত্র মেয়ে দরকার নেই, আমি Loyal টাইপের ছেলে, তাই আমায় ভুলে যেও .. 
..
নন্দিনী - কে তুমি নন্দিনী ? আগে তো দেখিনি.. 
এত সুন্দরী, নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে, সেটাও আমি জানি.. ;___;
..
বেলা - বেলা টুইলাইট সিরিজ শেষ হয়েছে অনেকদিন হলো, এবার কি শুনতে পাচ্ছ ? 
আমি সরকারি চাকরিটা অবশেষে পেয়েই গেছি, তোমার মেয়ের বিয়ের বয়স হয়েছে শুনলাম .. ইয়ে..
..
রুবি .. : মনে পরে রুবি রায়? একদিন কবিতায়..তোমাকে কত করে ডেকেছি ..আজ হায়! রুবি রায় ডেকে বল আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি .. ব্যাপরটা পুরো একতরফা ..ছিল ..আউর একতরফা প্যার কি তাকত তুম ক্যা জানো রমেশ বাবু .. ?? 
কিন্তু সেই তাকত তোমায় আর তোমার হাজব্যান্ডকে আলাদা করতে পারল কই? ;_____;
.. 
লায়লা - লায়লা ও লায়লা , তুই অপরাধী রে,
মনটা তুই মজনুকে দিলি, আমার আর কই হলি রে ..
..
রাই - রাই জাগো রাই জাগো.. 
আর আমার সাথে ভাগো... 
শালা! ঘুমই ভাঙ্গেনা .. 
..
রুপা - ও রুপা খাস মহলের বেগম বানাব .. 
তোমার বাবার টাকায় বসে বসে খাব .. 
একি? কি হলো.. রুপা ব্লক করলে কেন.. 
..
নিরুপমা - ওগো নিরুপমা .. করিও ক্ষমা ..
তোমাকে ভুলিয়াছি সেদিন, ঠুকিলে শ্লীলতাহানির মিথ্যে কেস,
দিলে থানায় জমা .. 
..
বেবো- ভেবেছিলাম তোমার হবো, 
একসাথে ঘুরতে যাবো, 
একসাথে খাবো,
অনেক ভালোবাসা পাবো, 
সবকিছু বুঝে নেবো,
.. 
কিন্তু তুমি বেরোলে শেষে লেবো?

..
পিঙ্কি -পয়সা ফেক, তামাশা দেখ, 
এবার বারে শরীর না দেখিয়ে,
কষ্ট করে ইনকাম করতে শেখ । 
..
মুন্নি - বদনাম হয়েছ? কি করেছিলাম আমি ? বন্ধু ছিলাম আমরা.. নিজের বয়ফ্রেন্ড কে বাঁচাতে সব দোষ আমার কাঁধে চাপিয়ে দিয়েছিলে, সামনে যদি পাই মুখের মানচিত্র পাল্টে দেব, দূরে থেকো .. 
..
শীলা- এ তোমার কেমন লীলা? জবানি দেখাও অথচ হাতে আসো না .. এখন সয়ে গেছে .. তুমি না হাতে এলেও তোমার জবানির কথা ভেবে অন্য কিছু ঠিক হাতে চলে আসে .. 
.. 
অদিতি - হয় হয় এরকম হয়! বয়ফ্রেন্ড রা ছেড়ে যায়, আর কাঁদিস না .. 
দেখিস নিশ্চয়ই সত্যি কেউ ভালোবাসবে তোকে ..
আউর ইয়ে সোচলে Everything Gonna Be Ok ..
..
মমতা .. - ও মমতা .. ও মেরি .. থুড়ি থুড়ি .. দিদি প্রণাম নেবেন, কাল রাখি পরতে আসব ❤️
..
ঝিন্টি - তুই বৃষ্টি অবশ্যই হতে পারিস, আমি গায়েও মাখব ..কিন্তু পুজোর সময় যেন আশেপাশে না দেখি .. ! 
..
টিঙ্কু - যবতক না মানে টিঙ্কু জিয়া, 
কেন ছাইড়া গ্যালা আমারে কাদাইয়া ? 😢😭
..
সুইটি - ও সুইটি আর কেঁদোনা আমি আসছি ,
ও সুইটি আর পেদোনা আমি যাচ্ছি .. ;___;
..
প্রিয়া- প্রিয়া রে .. প্রিয়া রে..কাঁদে মন , হিয়া রে.. হ্যা! যবে থেকে দেখেছিলাম নামের আগে "Angel" আছে.. 
..
চাঁদনী - ফাগুনী চাঁদনী রাতে চাঁদনীকে নিয়ে পলায়ে যাওয়ার কথা ছিল, তোমার বাপে ধরে ফেলে এমন ক্যালাল, চাঁদ বদনের যা হাল করল, আমি আজকাল কাউকে মুখ দেখাতে পারিনা.. 
..
টুনি - জিও তো এসে গেছে এখনো কি মিসকল মারিস? 

~ অপূর্ব 

2 comments: