ভূতুরে মোবাইল চার্জ
শোনা যায় যখন গভির রাত জেগে কোন বাক্তি মোবাইল ব্যবহার করে , তখন সেই বাক্তির পূর্বপুরুষদের আত্মা বা ভুত এসে তাকে পর্যবেক্ষণ করে । আর নিজেরা বলাবলি করে যে সে কি করছে ? আর জিনিস টাই বা কি জেতা এভাবে আল ছড়াচ্ছে ? এছাড়াও আরও আনেক কথায় বলে যেটা জানা যাইনি । এরপর সেই বাক্তি মোবাইল চার্জ এ দিয়ে ঘুমিয়ে পরে ।
তারপর ওই আত্মা বা ভূতেরা ওখানেই থেকে যায় এবং ওই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে । কিন্তু ভূত যেহেতু সেকেলে তাই তারা পুনরাই মোবাইল চার্জ এ দিতে সক্ষম হয় না ।
এজন্য প্রায়ই শোনা যায় যে আনেকেই রাতে মোবাইল চার্জ এ বসায় কিন্তু সকালে উঠে দেখে মোবাইল আ চার্জ নেই ।।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন