ভালবাসা


 মা ফোন করে কান্নাজড়িত কণ্ঠে যখন বলে তুই নাই বাড়িতে , আমার খেতে ইছে করছে না।তুই খেয়েছিস বাবা? তখন ভাবি এটাই হয়ত ভালবাসা .....! মাস সেসে বিস হাজার টাকা বেতন পেয়ে আট আজার টাকা পাঠানোর পরেউ বাবা যখন বলে আমাদের আর খরচ কি? তর টাকা লাগলে বলিস ।অথচ আমি জানি আমি ছাড়াউ ফ্যামিলিতে আরো পাচজন সদস্য আছে। তখন ভাবি বাবার এই মিথ্যে কথাটাই হয়ত ভালবাসা....! বাড়ি থেকে আসার সময় দাদু যখন বলে আজকে না গেলে হয় না ? তার ছলছল চোখ দেখে মনে হয় এই মায়াকেই হয়ত ভালবাসা বলে বৌদি ফোন করে যখন বলে ,পনেরো দিন হয়ে গালো অথচ তুমি আমার বাড়িতে একবার এলে না ,যাও আজকে থেকে কথা বন্ধ ।তখন মনে হয় এইত ভালবাসা...! বন্ধুর থেকে ধার করা টাকায় ,ছোট  ভাইকে কিনে দেওয়া জামা পরে যখন ও নাচানাচি করে ,নিস্পাপ মুখের ওই হাসিটকু দেখলে মনে হয় এই হচ্ছে ভালবাসা ....!বোনের বাড়িতে একটু দেরি করে গেলেই যখন বলে কেন এসেছিস ? আমার কোন ভাই নেই, আবার পরোক্ষনেই জড়িয়ে ধরে ভ্যা করে কেঁদে দেয় । তখন মনে হয় এই হচ্ছে সুদ্ধতম ভালবাসা ....! !!!!! শুধু প্রেয়সীর ললাটে চুম্বন দেওয়াকে ভালবাসা বলে না !। ভালবাসা ছড়িয়ে আছে জিবনের পরতে পরতে , শুধু খুজে নিতে হয় , বুঝে নিতে হয়...!!!!!!!!!!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন