বাস্তবতা
পড়াশোনা ফেলে বা পড়াশোনাই ফাঁকি দিয়ে প্রিয় মানুষটি কে সারাক্ষণ সময় দিচ্ছ , ভালো কথা । পরে যখন সে প্রতিষ্ঠিত হয়ে তমাক ফেলে অন্ন কাউকে বিয়ে করে ফেলবে এই জুক্তিতে যে তার সাথে তোমার ক্লাসটা ঠিক যাই না ,তখন কোথাই গিয়ে দাঁড়াবে , টা কি একবারও ভেবে দেখেছ ? কি পেলে এ জিবনে? না পেলে ভালবাসার মানুষটি কে , না পেলে প্রতিষ্ঠা ! তখন তো অন্য কারুর সামনে দূরে থাক , নিজের বিবেকের সামনে দাড়িয়েও কনও সদউত্তর দিতে পারবে না! জানি ,পড়াশোনা করার চাইতে প্রেম করা আনেক সোজা ,তবু মাথাই রেখ হঠাত করেই দুই থেকে এক হয়ে যাওয়ার তিব্র ধাক্কা টা সামলানো আরও অনেক অনেক কঠিন ,তার চাইতে বরং পড়াশোনা করাই ঢের সোজা ।প্রেম মহান করে অসাধারন মানুষকে ,আমাদের মত সাধারন মানুষ এর ভাল একটা চাকরি বা বাবসা না থাকলে মহত্ত ভয়েই আমাদের ধারে কাছেউ ঘেসে না ! নিজেকে এমন ভাবে গড়ে তল যাতে কেউ তোমাকে ছেড়ে চলে যাবার সময় বলতে না পারে যে তুমি তার যজ্ঞ নও বলেই সে বেটার অপশনের খোঁজ পেয়ে কাজটা করছে । ছেঁকাও সহ্য করা যায় ,তবে অপমান সহ্য করা খুব কঠিন ।পুনশ্চ। বর্তমান বাজারে প্রতিষ্ঠা জিনিসটা প্রেমের মত সেরদরে বিক্রি হয় না ।আসেপাসে যত বিবাহিত লকজনকে দেকছ , তাদের প্রাই সকলেই বিয়ের আগে অন্ন কারু প্রেমিক প্রেমিকা ছিল । তারাও তোমার মত করেই একসময় ভাবত ,এ বাঁধন যাবে না ছিঁড়ে ডট ডট ডট !
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন