মনের কথা


 আমি যখন ছোট ছিলাম ভাবতাম সব বাচ্ছারা ভগবানের দেওয়া আসিরবাদ।আগের জন্মে মা বাবা কোন পুণ্য করে থাকলে এই জনমে ভগবান একটা বাচ্ছা উপহার দেন ,অনেকটা স্কুল থেকে যে ক্যারেক্টার সার্টিফিকেট গুল দেয় না , সেটার মত, আমার বারিতেউ আকদম তাই হয়েছে ।ছোট বেলা থেকে প্রমান পেয়েছি যে আমার বোন সেই আশীর্বাদ এর ফল ,আমি ওর থেকে বড়ো তো তাই সবটা আমার সামনেই হয়েছে ।নিজের চোখে দেখেছি বিশ্বাস করুন এখন বড় হয়েউ দেকছি ,কি ভাল চা বানায় আমার বোন শুধু চা কেন দম বিঋয়ানি বলুন চিংড়ি মাছের মালায়কারি বলুন , গান গাইতে বলুন, ছবি আঁকতে বলুন,সেলাই আবৃতি জা মনে আসে বলুন, ও হছে আকদম পারফেক্ট  অল রাউন্ডার  মত। ওই বললাম না ভগবানের দেয়া আশীর্বাদ ,নিশ্চয়ই আমার বাবা মা আগের জন্মে ভালকাজ করেছিলেন বার বার শুধু আগের জন্ম আগের জন্ম বলছি কারন  এই জন্মে আমার বাবা মার আকটা মাত্র কাজ ,আমার বিয়ে দেওয়া হ্যা ওটা একটা মস্ত বড় কাজ।আমার বোন জেগুলতে সিধস্ত আমি সেগুলতেই একদম লবডঙ্কা, তাই আমার বিয়ে হয় না ।

1 comments: