বাবা তুমি কি জান ?


 
বাবা তুমি কি জান আমি ধিরে ধিরে তুমি হয়ে যাচ্ছি! এখন আমার শরীরে ও ঘামের গন্ধ হই, বাসের ভিড়ে ঝুলে ঝুলে বাড়ি ফিরি। দুটো সাদা শার্টে অনায়াসে কাটাতে পারি এক বছর ।আমিও এখন বাটা জুতো পরি মজবুত দেখে , চুল কাটি ধানের সাইজে । আমিও এখন গম্ভির তোমার মত, হাসির উপকরন গুল কেমন তুচ্ছ লাগে। বাবা তুমি কি জান আমি ধিরে ধিরে তুমি হয়ে যাচ্ছি! তুমি বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়তে আর আমি ভাবতাম তুমি পৃথিবীর এক নিশ্চিন্ত এক মানুস। এখন বুঝি ক্লান্তির কাছে  তুমি ছিলে অসহায়!তমার মত আমিও এখন জীবন নয় জিবিকার পিছনে ছুটে চলা মানুস। তুমি আমায় বেচে থাকতে সিখিয়েছ টিকে থাকতে নয়,টিকে থাকার লড়াইয়ে তাই হয়ত ক্লান্ত আমি। যদি আরেকবার বায়না ধরার সুজক পেতাম তবে তমার কাছে বায়না ধরতাম, 💓

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন